Thursday, August 21, 2025

মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৫ বছর আগেই ইউপিএসসি চেয়ারম্যানের পদে ইস্তফা মনোজ সোনির!

Date:

ইউপিএসসির (UPSC) চেয়ারপার্সন মনোজ সোনি তাঁর পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফার কারণ ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন তিনি। যদিও এখনও মনোজ সোনির পদের মেয়াদ ছিল ৫ বছর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মনোজ সোনি এমন একটি সময় ইস্তফা দিলেন, যখন যখন দেশের এক শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে পরীক্ষায় দুর্নীতির আশ্রয় নিয়ে আইএএস হওয়ার অভিযোগ উঠেছে।

২০২৩ সালের মে মাসে ইউপিএসসি (UPSC) বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মনোজ সোনি। এখনও পাঁচ বছর কাজের মেয়াদ বাকি ছিল তাঁর। কিন্তু সেই মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মনোজ। যা নিয়ে আমলা মহলে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর ইস্তফাপত্রটি এখনও আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেননি রাষ্ট্রপতি।

২০২৩ সালে ইউপিএসসির প্রধান পদে দায়িত্ব নিলেও মনোজ সোনি আইপিএস, আইএএস আমলা হওয়ার পরীক্ষার বোর্ডে রয়েছেন ২০১৭ সাল থেকে। রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিত মনোজ তারও আগে গুজরাতের দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন ৯ বছর। এর মধ্যে বরোদার মহারাজা সওয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসাবে আসেন ২০০৫ সালে। সেই সময়ে মনোজই ছিলেন দেশের সবচেয়ে কমবয়সি উপাচার্য।

সম্প্রতি, দেশের এক শিক্ষানবিশ আমলার নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পূজা খেড়কর নামে মহারাষ্ট্রের ওই শিক্ষানবিশ আমলার বিরুদ্ধে নিজের শারীরিক প্রতিবন্ধকতা সংক্রান্ত জাল শংসাপত্র দেখিয়ে বেআইনি ভাবে পরীক্ষায় সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, নিজেকে যাযাবর জাতিভুক্ত হিসাবে দেখিয়ে অনগ্রসর শ্রেণির শংসাপত্র দাখিল করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যার দায় পরোক্ষে গিয়ে পড়েছে পরীক্ষা পরিচালনকারী কর্তৃপক্ষের উপরে। যদিও মনোজের ইস্তফার সঙ্গে পূজার দুর্নীতির কোনও সম্পর্ক নেই বলেই ইউপিএসসি সূত্রে খবর।

আরও পড়ুন: তৃণমূলের একুশে চমক, মমতার সঙ্গে মঞ্চে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ!

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version