Tuesday, November 4, 2025

ট্রেনের নিচে শুয়ে বাঁচল প্রাণ, শেষে কাজই ছাড়তে চাইলেন RPF কর্মী!

Date:

ব্যস্ত স্টেশন ব্যান্ডল। মেল এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা মিথিলেশ কুমার প্রতিদিনের মতই ট্রেন আসার পরে পরীক্ষা নীরিক্ষার কাজ করছিলেন। হঠাৎই শুরু হয় ট্রেনের চাকা গড়ানো। সহকর্মীরা মিথিলেশের প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন। দীর্ঘদিন রেলে কাজ করার অভিজ্ঞতা থেকে কোনওক্রমে রেলের দুই লাইনের মাঝে শুয়ে পড়েন তিনি। আর তারপর সবটাই প্রবল আতঙ্কের ছবি।

সম্প্রতি রেলের সমন্বয়ের অভাব, পরিকাঠামোর অপব্যবহারের বহু ছবি উঠে এসেছে। যেখানে বড়সড় বিপদের মুখে পড়েছেন রেলযাত্রীরা। এবার সেই গলদের শিকার হলেন রেলেরই আরপিএফ কর্মী। এক্সপ্রেস ট্রেনের কামরার নিচের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখছিলেন তিনি। সেই সময় ট্রেনটি চলতে শুরু করে দেয়। সামান্য আহত হলেও ট্রেনের নিচে শুয়ে নিজের প্রাণ বাঁচান। সহকর্মীরা দূর থেকে তাঁকে ওইভাবে শুয়ে থাকার জন্য মনের জোর দেওয়ার চেষ্টা করেন। কারণ ট্রেন থামানোর জন্য তাঁদের চিৎকারে কর্ণপাত করেননি ট্রেনের চালক বা গার্ড।

যদিও আরপিএফ কর্মীদের একাংশের দাবি, নিরাপত্তা খতিয়ে দেখা ছাড়াও যান্ত্রিক সমস্যা দেখভাল করছিলেন মিথিলেশ। যা তাঁর কাজই নয়। কেন এভাবে আরপিএফ কর্মীকে দিয়ে কাজ করানো হচ্ছিল, প্রশ্ন তুলেছেন আরপিএফ কর্মীদের একাংশ।

এই ঘটনায় শারীরিক আঘাত যতটা, তার থেকে অনেক বেশি মানসিক আঘাত পেয়েছেন মিথিলেশ কুমার। কোনওক্রমে যেন মৃত্যুকে হারিয়ে দিতে পেরেছেন তিনি। কিন্তু মৃত্যুকে যেভাবে সামনে থেকে তিনি দেখলেন, তা ভুলতেই পারছেন না। ফলে আর কাজে ফিরতে চাইছেন না তিনি। তাঁর মানসিক স্থিতি স্বাভাবিক করতে তাঁকে কিছুদিনের বিশ্রামও দেওয়া হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version