রবিবাসরীয় সকালে মহানগরীতে জনস্রোত, ‘দিদি বন্দনা’য় মুখরিত ধর্মতলা

কোথাও বাংলার মুখ্যমন্ত্রীর (CM ) জনমুখী প্রকল্প নিয়ে একুশের ট্যাবলো, কোথাও ঢাকের তালে মিশে গেল গিটারের ছন্দ – এ ছবি রবিবাসরীয় ধর্মতলার। ঘড়ির কাঁটা সবেমাত্র ন’টা ছুঁয়েছে। তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুপুর বারোটা নাগাদ উপস্থিত হবেন বলে খবর। কিন্তু সকাল সাতটা থেকেই ধর্মতলার মেজাজ তুঙ্গে। কখনও মাইক্রোফোন হাতে ‘দিদি তুমি এগিয়ে চলো’র সুরেলা স্লোগান আবার কখনও খোল-করতালে মমতা বন্দনা। কেউ সেজেছেন লক্ষ্মী ,কেউ আবার সম্প্রীতির বার্তা দিতে মন্দির মসজিদ গির্জার কাট আউট তৈরি করেছেন। একুশে জুলাই তৃণমূলের (TMC)মেগা কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো।

লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে রাজ্যে সবুজ ঝড়। ট্রেনে, বাসে, নদীপথে এমনকি সাইকেলে করেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন একুশের সমাবেশে। ভিড় বাড়ছে কলকাতায়। উত্তরবঙ্গ থেকে বড় জমায়েত হবে বলে আশাবাদী দল। পায়ে পায়ে ধর্মতলার জনস্রোতে মিশেছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতার প্ল্যাকার্ড, ফ্লেক্স, ফেস্টুন। সকলের মুখেই ‘জয় বাংলা’ স্লোগান।

ভোটে সাফল্যের পর কী বার্তা দেবেন সুপ্রিমো তা শুনতে আগ্রহী তৃণমূলের সৈনিকরা। কলকাতার সভামঞ্চ থেকে বাজেট অধিবেশনের আগেই দিল্লিতে কোন বিশেষ বার্তা পৌঁছে যাবে? তৃণমূলের হাইভোল্টেজ সভায় আজ কী চমক অপেক্ষা করছে তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।