Thursday, December 4, 2025

কোন দফতরে কত বকেয়া? মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে আগেই প্রমাণ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে প্রমাণসহ প্রতিটি দফতরের কাছে বকেয়ার পূর্ণাঙ্গ তথ্য রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিল অর্থ দফতর। আর্থিক বছরগুলিতে প্রকল্প ধরে ধরে বকেয়ার তথ্য নথিভুক্ত করতে বলা হয়েছে।

চলতি সপ্তাহে দিল্লি সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি আবারও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা যাচ্ছে।১০০ দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনায় কেন্দ্রের কাছে প্রচুর টাকা বকেয়া রয়েছে রাজ্যের। অতীতে বার বার বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন থেকে শুরু করে কেন্দ্রের সঙ্গে বৈঠক করেছে রাজ্য সরকার। তারপরেও বকেয়া মেটানো হয়নি।

সূত্রের খবর ফের একবার প্রধানমন্ত্রীর কাছে বকেয়া মেটানোর দাবি সমেত বকেয়ার পূর্ণাঙ্গ পরিসংখ্যান তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নীতি আয়োগের বৈঠকে বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরা থাকবেন। সেখানেও নির্দিষ্ট মন্ত্রকের হাতে রিপোর্ট তুলে দেওয়া হতে পারে। নবান্নের তরফে প্রতিটি দফতরকে বকেয়ার যে রিপোর্ট দিতে বলা হয়েছে তাতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সই থাকতে হবে। নবান্ন সূত্রে খবর, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামোন্নয়নে। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ পুরোপুরি বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনাতেও বকেয়া বন্ধ রয়েছে। এবার গ্রামোন্নয়ন মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান। তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হতে পারে। এদিকে জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ বন্ধ ছিল। সম্প্রতি বরাদ্দ ছেড়েছে কেন্দ্র। গ্রামোন্নয়নের ক্ষেত্রেও বরাদ্দ পাওয়া যাবে বলে আশা রাজ্যের।

আরও পড়ুন- দিদি প্রকৃত জননেত্রী, একুশের মঞ্চে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের

 

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...