Friday, November 28, 2025

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, ব্যাহত বিমান-ট্রেন পরিষেবা:সতর্কতা জারি পুলিশের

Date:

Share post:

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যের সব দফতরের ছুটি বাতিল করেছেন। বেশ কিছু বিমানের সময়সীমা বদলানো হয়েছে। শিন্ডে জানিয়েছেন, গোটা মুম্বই এখন জলের তলায়। এর থেকে বাঁচতে সকলকে একযোগে কাজ করতে হবে।জলমগ্ন দাদর পূর্ব, মেরিন ড্রাইভ, লোয়ার প্যারেল। বন্ধ করা হয়েছে অন্ধেরীর সাবওয়ে। বেশ কিছু বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এই পরিস্থিতিতে রবিবার বাসিন্দাদের সতর্ক করে নির্দেশিকা জারি করল মুম্বই পুলিশ। আবহাওয়ার যা গতি প্রকৃতি, বাণিজ্যনগরীতে এখনই থামছে না বৃষ্টি। মুম্বইয়ের স্থানীয় হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ঠানে, মুম্বই, পালঘরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

রবিবার মুম্বই পুলিশ এক্স হ্যান্ডলে পোস্ট করে বাসিন্দাদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করেছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে মুম্বইবাসীকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। জরুরি সময়ে ১০০ ডায়াল করার কথাও মনে করিয়ে দিয়েছে পুলিশ। মুম্বইয়ে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। শহরতলির ট্রেনগুলি নির্ধারিত সময়ের ৩০-৪০ মিনিট দেরিতে চলছে। আবার রাস্তায় জল জমে যাওয়ায় যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। গতকালও বৃষ্টি হয়েছিল মুম্বইয়ে। মধ্য মুম্বইয়ে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেখানে পূর্ব ও পশ্চিম মুম্বইয়ে যথাক্রমে ৫৭ মিমি এবং ৬৭ মিমি বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নাগপুর জেলায় সব স্কুল বন্ধ রয়েছে। মুম্বইয়ের আঞ্চলিক হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মুম্বই এবং তার উপকণ্ঠে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরের ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন ২৪ জুলাই পর্যন্ত মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

এই ভারী বৃষ্টির মধ্যেই মুম্বইয়ের গ্রান্ট রোডে একটি বহুতলের বারান্দা ভেঙে পড়েছে। চারতলা ওই বাড়িটির বারান্দা-সহ একাংশ ভেঙে পড়ায় কয়েকজন চাপা পড়েন। এক মহিলার মৃত্যু হয়। আরও তিনজন আহত হন। দুর্ঘটনার সময় ওই বহুতলে ৩৫-৪০ জন ছিলেন। তাঁদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই বহুতলের একাংশ এখনও বিপজ্জনকভাবে ঝুলছে।

 

spot_img

Related articles

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...