Saturday, May 3, 2025

জামিন অযোগ্য পরোয়ানা জারির আর্জি! বিজেপি সাংসদ কঙ্গনার বিরুদ্ধে আদালতে জাভেদ 

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগদানের পর খারাপ সময় যেন পিছু ছাড়ছে না মাণ্ডির নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranawat)। এবার ২০০৬ সালে দায়ের করা এক মানহানির মামলায় বিজেপি সাংসদ তথা অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ‌্য পরোয়ানা জারি (Non Bailable Warrant) করার আবেদন দায়ের করলেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)।
কী অভিযোগ কঙ্গনার বিরুদ্ধে?
২০১৬ সালের একটি ঘটনা নিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর অভিযোগ, রোশন পরিবারের হয়ে ওকালতি করেছিলেন জাভেদ আখতার। পাশাপাশি নিজের বাড়িতে ডেকে তিনি যাতে হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে রোশনদের বিরুদ্ধে কোনওরকম ঝামেলা না করেন তার জন্য শাসানি দেন। এরপর ঘটনার কথা প্রকাশ্যেই এক সংবাদমাধ্যমকে বলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার। তবে সেই মামলায় বারবার আদালতের তরফে কঙ্গনাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যাননি বলে অভিযোগ। সেকারণেই ক্ষুব্ধ হয়ে জামিন অযোগ্য পরোয়ানা জারির আবেদন জানালেন জাভেদ।
জাভেদ আখতারের অভিযোগ, মাণ্ডির সাংসদ হওয়ার পর থেকে একাধিকবার আদালতে শুনানির দিনে অনুপস্থিত থেকেছেন কঙ্গনা। এমনকী, গত শনিবারও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও আসেননি কঙ্গনা। এরপরই গীতিকারের আইনজীবী আদালতকে জানান, জানান- এই মামলায় আদালতে উপস্থিত থেকে পাকাপাকিভাবে নিষ্কৃতি চেয়ে আবেদন করেছিলেন কঙ্গনা। তা খারিজ হয়। তা সত্ত্বেও আদালতের নির্দেশকে পাত্তা না দিয়ে কঙ্গনা একাধিকবার শুনানির তারিখে আদালতে আসেননি। তারপরও নিষ্কৃতি চেয়ে আবেদন করে গিয়েছেন, যার জেরে তাঁর বিরুদ্ধে জামিনযো‌গ‌্য পরোয়ানা জারি করা হয়।
আইনজীবীর আরও অভিযোগ, প্রতিশ্রুতি দিয়েও আদালতে উপস্থিত হননি অভিনেত্রী। এবার জামিন-অযোগ‌্য পরোয়ানা জারি না করা ছাড়া আর উপায় নেই। তবে আদালত এখনও সেই আবেদন মঞ্জুর করেনি বলে খবর। উল্টে কঙ্গনাকে আদালতে উপস্থিত হওয়ার জন‌্য নতুন নির্দেশ জারি করেছে। ৯ সেপ্টেম্বর, পরবর্তী শুনানির দিন কঙ্গনা রানাওয়াত আদালতে উপস্থিত থাকবেন বলে খবর। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...