Thursday, August 21, 2025

বিশেষভাবে সক্ষমদের সংরক্ষণের যৌক্তিকতা কী? আইএএস অফিসারের মন্তব্যে বিতর্ক 

Date:

আইএএস (IAS), আইপিএস (IPS) অফিসার নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের (Special Child) সংরক্ষণের (Reservations) যৌক্তিকতা কী? এবার এমন প্রশ্ন তুলে রীতিমতো বিতর্ক সৃষ্টি করলেন খোদ এক আইএএস অফিসার। তেলঙ্গানা ফিনান্স কমিশনের মেম্বার সেক্রেটারি ওই অফিসারের নাম স্মিতা সবরওয়াল (Smita Sabarwal)। সম্প্রতি বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে লিখেছেন, বিশেষভাবে যারা সক্ষম তাদের সম্মান দিয়েই বলছি, কখনও দেখেছেন কোনও বিমান সংস্থা আপনাদের মতো কাউকে পাইলট নিযুক্ত করেছে?

দিনকয়েক আগেই ভুয়ো নথি জমা দিয়ে নিজেকে বিশেষভাবে সক্ষম প্রমাণ করে আইএস হওয়ার অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা পুজা খেদকারের বিরুদ্ধে। ইউপিএসই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে খবর। যা নিয়ে এখনও সরগরম পরিস্থিতি। এমন বিতর্কের মাঝেই এবার বিতর্কিত পোস্ট আরেক আইএএস আধিকারিকের।

স্মিতা আরও লেখেন, কেউ বিশেষভাবে সক্ষম কোনও সার্জেনকে কি বিশ্বাস করবেন অপারেশনের আগে? তাহলে আইএএস, আইপিএস অফিসার নিয়োগের ক্ষেত্রে এই সংরক্ষণের যৌক্তিকতা কী আছে? তিনি মনে করিয়ে দেন কাজ করতে হলে শারীরিক সক্ষমতা প্রয়োজন কারণ ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হবে, বাইরেও যেতে হবে। যদিও এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনরা তাঁকে চরম কটাক্ষ করেছেন। তবে একজন আইএএস অফিসারের থেকে এই ধরনের আচরণ সত্যিই সমাজের জন্য ভালো বার্তা অবশ্যই নয়। ঘটনা প্রসঙ্গে, শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, একজন আইএএস অফিসার এই ধরনের মানসিকতা দেখালে সেটা বেদনাদায়ক। তবে বিষয়টি খুবই আশ্চর্যের যে এত বড় পদে থাকার পরও তাঁরা কেমন ছোট মানসিকতার পরিচয় দিচ্ছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version