প্যারিস অলিম্পিক্সের আগে হকি থেকে অবসরের ঘোষণা শ্রীজেশের

এদিন এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শ্রীজেশ লেখান, “ আন্তর্জাতিক খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।

0
3

হাতে আরমাত্র কয়েকদিন, তারপই শুরু ২০২৪ প্যারিস অলিম্পিক্স। ২৬ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স। তবে তার আগে আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন শ্রীজেশ। তবে অলিম্পিক্সের আগে নয়, ২০২৪ অলিম্পিক্স খেলে নিজের হকিস্টিক তুলে রাখবেন শ্রীজেশ।

এদিন এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শ্রীজেশ লেখান, “ আন্তর্জাতিক খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। প্যারিস অলিম্পিক্স খেলে হকিজীবন শেষ করতে চাই। জিভি রাজা স্পোর্টস স্কুল থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রা পথের অনেক স্মৃতি রয়েছে। আমার জীবন গড়ে দিয়েছে। পথে প্রতিটি পদক্ষেপে স্বপ্ন দেখেছি। কাছের মানুষদের সব সময় পাশে পেয়েছি। মনে আছে, গরু বিক্রি করে আমাকে প্রথম বার হকির সরঞ্জাম কিনে দিয়েছিলেন বাবা। তাঁর ত্যাগই আমার মধ্যে জেদ তৈরি করেছিল। আমাকে আরও কঠিন পরিশ্রম করতে উদ্বুদ্ধ করেছিল। আমাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিল।“

গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের অন্যতম ছিলেন শ্রীজেশ। ২০০৬ সালে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয়েছিল তাঁর। ১৮ বছরে দেশের হয়ে খেলেছেন ৩২৮টি ম্যাচ। ২০২১ সালে খেলরত্ন সম্মান পেয়েছেন শ্রীজেশ।

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে কতটা গুরুত্ব বিরাট-রোহিতের? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর