Thursday, November 6, 2025

বিহারের ‘স্পেশাল ক্যাটাগরি’ দাবিতে ‘না’ কেন্দ্রের, সরব লালু

Date:

বিহার স্পেশাল ক্যাটাগরির সম্মান পাবে, এই আশা দেখিয়েই বিধানসভা থেকে লোকসভা নির্বাচনে বিহারের মানুষের আস্থা অর্জন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার নীতীশের সেই দাবিতে ইতি টানল কেন্দ্রের বিজেপি সরকার। এবার আর বিহারের মানুষের সামনে এই আশা দেখানোর নাটক কীভাবে চালিয়ে যাবেন, কেন্দ্রের স্বীকারোক্তির পরেই খোঁচা দিতে ছাড়েনি লালু প্রসাদের আরজেডি।

কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার জানিয়ে দেন বিহারের স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা নেই। এই বিশেষ স্বীকৃতি পেতে গেলে রাজ্যকে যে যোগ্যতার মাপকাঠি পেরোতে হয়, তার কোনওটি বিহারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে পার্বত্য বা প্রতিকূল পরিবেশ, কম জনঘনত্ব বা অত্যধিক জনজাতির মানুষ, সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা নড়বড়ে অর্থনৈতিক ব্যবস্থা থাকলে স্পেশাল ক্যাটাগরির সম্মান পাওয়া যায় বলে দাবি কেন্দ্রের মন্ত্রীর।

জোটে মুখ্য ভূমিকা নেওয়ার পরেও নীতির বাহানায় বিহারের বিশেষ স্ট্যাটাস নাকচ করে দেওয়ায় স্বাভাবিকভাবেই সমালোচনায় বিরোধীরা। যদিও কেন্দ্রের অসম্মতি প্রকাশের পরেই বিশেষ স্বীকৃতি ছেড়ে এখন আর্থিক প্যাকেজের দিকে ঝুঁকছে জেডিইউ, দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝাঁয়ের দাবি, বিহারের বিশেষ ক্যাটাগরির সম্মান পাওয়া উচিত ছিল। কেন্দ্র যদি সেই সম্মান না দিতে চায় তবে তাঁরা বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখবেন।

তবে জেডিইউ-এর এই পন্থাকে কেন্দ্রের ক্ষমতা ভোগের প্রসাদ বলে কটাক্ষ আরজেডি-র। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, নীতীশ কুমার ও জেডিইউ এবার কেন্দ্রের ক্ষমতার ফল ভোগ করুক এবং স্পেশাল স্ট্যাটাস নিয়ে নিজেদের নাটকের রাজনীতি চালিয়ে যাক।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version