Tuesday, November 11, 2025

দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে আজ পুজো কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি আর মাত্র ৭৭ দিন। ইতিমধ্যেই বড় বড় পূজো কমিটি তাদের থিম ঘোষণা করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মণ্ডপ তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। এবার পুজোর প্রস্তুতি নিয়ে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী (CM in Durga Puja Preparation meeting today)। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (NIS) রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা এবং পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা (BP Gopalika), স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা পুলিশের (Kolkata Police) পদস্থ আধিকারিকেরাও। এছাড়াও কলকাতা পুরসভা (KMC), দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ দফতর, সিইএসসির মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলায় শারদোৎসব মানে আনন্দ উদযাপনের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পাওয়ার পর থেকে কলকাতার পুজোর দিকে তাকিয়ে গোটা বিশ্বও। পুজোর দিনগুলিতে যাতে প্রশাসন সুষ্ঠু ও সুচারু ভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে সমন্বয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে।এবছর মহালয়া ২ অক্টোবর। আনুষ্ঠানিক ভাবে ৯ তারিখ ষষ্ঠী তিথি থেকে উৎসবের সূচনা হলেও দেবীপক্ষের প্রথম দিন থেকেই কলকাতার মণ্ডপগুলিতে উদ্বোধন পর্ব এবং ঠাকুর দেখা শুরু হয়ে যায়। রাজ্য তথা পুলিশ প্রশাসনকে সে কথা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হচ্ছে। কলকাতার পুজো কমিটিগুলির সমন্বয়ক সংস্থা ফোরাম ফর দুর্গোৎসবের চেয়ারম্যান পার্থ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছুই বন্দোবস্ত করে দেন। তাই পুজো কমিটিরগুলি তাঁর ওপর ভরসা রাখে। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ মেনে কলকাতার শারদোৎসবকে কী ভাবে সাজিয়ে তোলা যায়, সেই লক্ষ্যেই তাঁরা বৈঠকে যোগদান করবেন।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version