Wednesday, August 20, 2025

মধ্যবিত্তকে ভাঁওতা! কর কাঠামো বদলে মুখরক্ষার মরিয়া চেষ্টা মোদি সরকারের

Date:

তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর মঙ্গলবারই পূর্ণাঙ্গ বাজেট (Union Budget) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এদিনের বাজেট কোনও দিশা দেখাতে না পারলেও আয়করে (Income Tax) মধ্যবিত্তকে ভাঁওতা দিয়ে ছাড় ঘোষণা করে ভোটের রাজনীতি শুরু কেন্দ্রের মোদি সরকারের। লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেও আয়কর (Income Tax) কাঠামোয় কোনও পরিবর্তন আনেনি মোদি সরকার। কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই আয়করে ছাড় দিয়ে একদিকে যেমন দেশবাসীর মন পাওয়ার মরিয়া চেষ্টা কেন্দ্রের। এদিন বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কর কাঠামো আরও সরলীকরণ করা সরকারের কর্তব্য। আর তা মাথায় রেখেই চলতি বাজেটে আয়করে ছাড়ের ঘোষণা করা হয়েছে। যদিও আয়করে ছাড় ঘোষণার পরই বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। বিরোধীদের অভিযোগ, অন্য খাতে লবডঙ্কা, কিন্তু আয়কর পরিকাঠামোয় নামমাত্র ছাড় দিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে মরিয়া কেন্দ্র।

একনজরে দেখে নেওয়া যাক নতুন কর ব্যবস্থার স্ল্যাব

০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না
৩ -৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ
৭-১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ১০ শতাংশ
১০-১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ১৫ শতাংশ
১২-১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় হলে কর ২০ শতাংশ
১৫ লক্ষ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আয়ে কোনও কর দিতে হবে না চাকুরীজীবী মানুষকে। পাশাপাশি ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করের পরিমাণ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। নয়া এই কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশনের হার বাড়ানো হয়েছে। তবে এদিনের বাজেটে করকাঠামোর পুরনো ব্যবস্থায় আয়কর জমার ক্ষেত্রে কোনওরকম বদল আনা হয়নি। করকাঠামোর নয়া ব্যবস্থায় বদল এনে নয়া চাল কেন্দ্রের। নয়া করকাঠামো অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে। নতুন ব্যবস্থায় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন আয়করদাতারা। অন্যদিকে এদিন নির্মলা বলেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বর্ধিত ছাড়ের জন্য ৪ কোটি বেতনভুক ও পেনশনভোগী উপকৃত হবেন। যদিও এই বাজেটকে জনবিরোধী কটাক্ষ বিরোধীদের। বিরোধীদের মতে, শরীকদের পাল্টা উপহার দিতে গিয়ে দেশবাসীকে অন্ধকারে ঢেলে দিয়েছে মোদি সরকার। এতে সমাজের মধ্যবিত্ত মানুষ কতটা লাভবান হন সেদিকে নজর থাকবে।

Related articles

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার...

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...
Exit mobile version