ফের বিপদে পড়া যাত্রীর পাশে ওসি সৌভিক চক্রবর্তী। আবারও মানবিকতার পরিচয় দিলেন তিনি। নিজের উদ্যোগে পড়ুয়াকে হারানো ব্যাগ ফিরিয়ে দিলেন তিনি। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে ওসি সৌভিক চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি দেন ওই পড়ুয়া।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুর। এনজামামুল আখতার নামে এক পড়ুয়া বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় সমস্ত কাগজপত্র নিয়ে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে গিয়েছিলেন। ফেরার সময় সে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে এসে একটি বাসে ওঠেন। কিন্তু বসে তাঁর ব্যাগ রেখে জল কিনতে গেলে সেই বাসটি ছেড়ে দেয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এনজামামুল। অত্যন্ত মেধাবী ছাত্র সে। সেই সুবাদেই বিদেশে পড়াশোনার সুযোগ মিলেছিল। এই সংক্রান্ত কাজকর্মের জন্যই তার সমস্ত নথিপত্র নিয়ে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এসেছিল ডকুমেন্ট যাচাইয়ের কাজকর্ম করার জন্য। কিন্তু হঠাৎ এই কান্ড ঘটায় চিন্তাগ্রস্থ হয়ে পড়ে সে। হারানো ব্যাগ ফিরে পেতে তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এনজামামুল। ছেড়ে যাওয়া বাসের বিবরণ দিলে ওসি হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ড শ্রী সৌভিক চক্রবর্তী সেই বাসের খোঁজ শুরু করেন। ওসির তৎপরতায় কিছুক্ষনের মধ্যে সেই বাসটিকে চিহ্নিত করাও হয়। কিন্তু সেই বসে তল্লাশি করে কিছু না মেলায় ওসি সৌভিক নিজে ওই পড়ুয়ার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। বিস্তারিত টেলিফোনিক কথোপকথনের পরে জানা যায় যে ওই পড়ুয়া তার ব্যাগটি যে বাসে রেখেছিল সেটি একটি পুরানো মডেলের তবে স্ট্র্যান্ড রোডে যে বাসটি আটকানো হয়েছিল সেটি একটি নতুন মডেলের।

আরও পড়ুন- ঋণ স্বীকারের সাহস নেই, বাজেটে ‘বাংলার প্রকল্প’ অনুকরণ করতেই ক্ষুব্ধ ব্রাত্য

এরপর একবিন্দুও সময় নষ্ট না করে ওই পুরানো মডেলের E1 বাসকে চিহ্নিত করেন এবং ওই পড়ুয়ার হারিয়ে যাওয়া ব্যাগ পুনরুদ্ধার করেন এবং তাকে ফিরিয়ে দেন। পুলিশের তৎপরতায় হারানো ব্যাগ সঠিকভাবে ফিরে পেয়ে ওসি সৌভিক এবং কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানান এনজামামুল। এই স্বরূপ একটি ধন্যবাদ চিঠিও দিয়েছেন ওই পড়ুয়া।
