Thursday, August 21, 2025

দাম নিয়ন্ত্রণে না এলে রফতানি নয়! আলুর দাম কমাতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর

Date:

আলুর দাম (Potatoes Price) নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ রাজ্যের। মঙ্গলবার বিধানসভা (Assembly) ভবনে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, যতদিন না পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আসে ততদিন রাজ্যের বাইরে আর আলু রফতানি (Export) করা যাবে না।

একইসঙ্গে এদিনের বৈঠকে বাজারে আলুর যোগান পর্যাপ্ত রাখতে বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, “দাম না কমা অবধি ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। আগে দাম কমুক। দুর্নীতি রুখতে নতুন সংগঠন গঠন করতে হবে”। এরপরই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে ওই সংগঠন গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। মমতার স্পষ্ট নির্দেশ, আলু নিয়ে যেন কোনও সংকট তৈরি না হয় সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, মানুষ যেন বাজারে গিয়ে বিপদে না পড়েন। সেবিষয়ে সর্বদা লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট নিয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রীর।

এদিকে গত পয়লা জুলাই থেকে চালু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন নিয়ে এদিন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিন সেই কমিটিকেও আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version