Wednesday, November 5, 2025

প্রতিশ্রুতিই সার! ক্যান্সারের ৩টি ওষুধ-X-Ray মেশিনের দাম কমানো ছাড়া ‘শূন্য’ স্বাস্থ্য বাজেট

Date:

প্রতিশ্রুতিই সার! Budget 2024-25-এ ক্যান্সারের ৩টি ওষুধের দাম আর এক্স-রে মেশিনের দাম কমানো ছাড়া স্বাস্থ্য বাজেট শূন্য। ১২.৫৯% বরাদ্দ বৃদ্ধি হয়েছে। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে সারভাইক্যাল ক্যান্সার (Cervical Cancer) বা জরায়ুমুখ ক্যান্সার রোধে টিকার বিষয়ে কিছুই বললেন না দেশের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। মুখে বেটি বাঁচাও-এর কথা বলা মোদি সরকার মহিলাদের স্বাস্থ্য বিষয়ে উদাসীন।

লক্ষ্য ছিল লোকসভা নির্বাচন। অন্তর্বর্তী বাজেটে মহিলাদের স্বাস্থ্য সংস্কারে বড়সড় পদক্ষেপ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সারভাইক্যাল ক্যান্সার রোধে টিকার কথা বলেছিলেন। সরকারি উদ্যোগে প্রতিষেধক দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু ভোটের পরে এবার পূর্ণাঙ্গ বাজেটে তা নিয়ে উচ্চবাচ্যই করলেন না নির্মলা (Nirmala Sitaraman)। এদিন বাজেটে (Union Budget 2024) মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্পের কথা বললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যের দিক রইল অন্ধকারে। এই কারণেই এই বাজেট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ”আমি কোনও আলো দেখতে পাচ্ছি না বাজেটে। অন্ধকার।”

ভারতে মহিলারা যে ধরনের ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন, তার মধ্যে এই জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় স্থানে। প্রতি বছর ভারতে এক লক্ষের বেশি মহিলা এই রোগে আক্রান্ত হন। বিশেষজ্ঞদের মত, কম বয়সে টিকা দিলে এই ক্যান্সারের আশঙ্কা কমানো সম্ভব। দ্বিতীয় মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় গত ফেব্রুয়ারি মাসে তৎকালীন অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছিলেন, সারভাইকাল ক্যান্সার প্রতিরোধে উদ্যোগী হবে কেন্দ্রীয় সরকার। এর জন্য ৯ থেকে ১৪ বছরের কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে। তবে কবে থেকে এই কর্মসূচি চালু হবে- তা উল্লেখ করেননি নির্মলা।

পূর্ণাঙ্গ বাজেটে এনিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে বলে আশায় ছিল সবাই। কিন্তু মহিলাদের হতাশ করেন সারভাইক্যাল ক্যান্সারের টিকা নিয়ে মুখে কুলুপ নির্মলার। শুধু মাত্র ক্যানসারের প্রয়োজনীয় ওষুধে আমদানি শুল্ক কমানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনটি ওষুধে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ প্রচারে নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষার কথা বলা মোদি সরকার মেয়েদের স্বাস্থ্যের উন্নতির কোনও দিশা দিল না বাজেটে।






Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version