Thursday, November 6, 2025

ফের নিট পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

এবারের নিট-ইউজি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নানা অসংগতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আবেদনকারীদের আর্জি ছিল, ফের পরীক্ষা নেওয়া হোক। যদিও ফের পরীক্ষার দাবি এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে আবার দিল্লি আইআইটি জানিয়ে দিয়েছে, ফিজিক্সের একটি প্রশ্নের উত্তরে যেখানে গ্রেস নম্বর দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র ৪ নম্বর অপশনটি ঠিক হবে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা বাতিল করার যে দাবি তার কোনও যৌক্তকতা নেই। কারণ, কোনও ক্ষেত্রেই এমন কোনও উপাদান মিলছে না যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল।
অবশ্য এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত একটা ত্রুটি ছিল। সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিশ্চিত করে জানিয়েছে, নিট ইউজিতে হাজারিবাগ সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল। এদিকে সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গেজেটকে পুড়িয়ে ফেলেছে। আর কিছু গেজেট উদ্ধার করা হয়েছে। সেগুলি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, প্রফেসর বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে থাকা আইআইটি টিম রিপোর্ট জমা দিয়েছে। তারা জানিয়েছেন, চার নম্বর অপশন হল সঠিক উত্তর। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ফিজিক্স প্রশ্নের ক্ষেত্রে কোনটা সঠিক সেটা যেন জানিয়ে দেওয়া হয়। এরপর তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি এনিয়ে রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ফের পরীক্ষা হলে প্রচুর পরীক্ষার্থী সমস্যায় পড়ে যাবেন। পরীক্ষা বাতিল করার যে দাবি তার যৌক্তকতা নেই।
এ বছর ৫ মে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল। সম্প্রতি সেই পরীক্ষার ফল প্রকাশের পরে তা নিয়ে ক্ষোভ চরমে ওঠে পড়ুয়াদের। ফের পরীক্ষার নেওয়ার দাবিতে আন্দোলনে নামে ক্রান্তিকারি যুব সংস্থান, বিএপিএসএ, এসএফআই, আইসা-সহ বহু সংগঠন। নিটে কারচুপি ও প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪০ টিরও বেশি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version