Saturday, May 3, 2025

প্রত্যাশার পারদ চড়লেও মঙ্গলবার বাজেট (Union Budget) পেশের পরই মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার (Share Market)। তৃতীয়বার সরকার গঠনের পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। আর বাজেট পেশ শুরু হতে না হতেই দালাল স্ট্রিটে (Dalal Street) শুরু রক্তক্ষরণ। এদিন ১২০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স (Sensex)। চূড়ান্ত পতন দেখা যায় নিফটিতেও (Nifty)। পাশাপাশি এদিন বিনিয়োগকারীদের মোট ১০ লক্ষ টাকার লোকসান হয়েছে বলে খবর।

তবে এদিন বাজেট পেশের আগে পর্যন্ত বেশ চাঙ্গা ছিল শেয়ার বাজার। সোমবারের তুলনায় সেনসেক্সের সূচক ২০০ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের কাছাকাছি পৌঁছে যায়। সকাল সাড়ে নটা পর্যন্ত সেনসেক্সের সূচক ছিল ৮০৭২৪.৩। অন্যদিকে নিফটির সূচক বেড়ে হয় ২৪৫৬৮.৯। লাভের মুখ দেখেন পাবলিক সেক্টরের বিনিয়োগকারীরা। তবে আচমকাই ভোলবদল, বেলা গড়াতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার। রীতিমতো ধস নামতে শুরু করে বলে খবর। এরপরই হু হু করে নেমে তলানিতে পৌঁছয় সূচক। বেলা একটা নাগাদ দেখা যায়, ১২৪৮.২৩ পয়েন্ট খুইয়ে ৮০ হাজারের নিচে নেমে যায় সেনসেক্স। বড়সড় পতন হয় নিফটিতেও। ৪০৯ পয়েন্ট কমে যায় নিফটিও। সবমিলিয়ে লোকসানের মুখে পড়ে ২৯৭১টি স্টক। মাত্র ৮১১টি স্টকের লাভ হয়েছে বলে সূত্রের খবর।

তবে এদিন শেয়ার বাজারে ধসের পিছনে বাজেটের নয়া নীতিকেই কাঠগড়ায় তুলেছেন বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীরা ভেবেছিলেন, লভ্যাংশের উপরে করের হার হয়তো অপরিবর্তিত থাকবে। কিন্তু লং টার্ম লাভের উপর ১২.৫ শতাংশ এবং স্বল্প সময়ের লভ্যাংশের উপর ২০ শতাংশ কর ঘোষণা করতেই মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version