Wednesday, November 5, 2025

ফের নিট পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

এবারের নিট-ইউজি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নানা অসংগতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আবেদনকারীদের আর্জি ছিল, ফের পরীক্ষা নেওয়া হোক। যদিও ফের পরীক্ষার দাবি এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে আবার দিল্লি আইআইটি জানিয়ে দিয়েছে, ফিজিক্সের একটি প্রশ্নের উত্তরে যেখানে গ্রেস নম্বর দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র ৪ নম্বর অপশনটি ঠিক হবে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা বাতিল করার যে দাবি তার কোনও যৌক্তকতা নেই। কারণ, কোনও ক্ষেত্রেই এমন কোনও উপাদান মিলছে না যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল।
অবশ্য এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত একটা ত্রুটি ছিল। সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিশ্চিত করে জানিয়েছে, নিট ইউজিতে হাজারিবাগ সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল। এদিকে সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গেজেটকে পুড়িয়ে ফেলেছে। আর কিছু গেজেট উদ্ধার করা হয়েছে। সেগুলি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, প্রফেসর বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে থাকা আইআইটি টিম রিপোর্ট জমা দিয়েছে। তারা জানিয়েছেন, চার নম্বর অপশন হল সঠিক উত্তর। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ফিজিক্স প্রশ্নের ক্ষেত্রে কোনটা সঠিক সেটা যেন জানিয়ে দেওয়া হয়। এরপর তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি এনিয়ে রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ফের পরীক্ষা হলে প্রচুর পরীক্ষার্থী সমস্যায় পড়ে যাবেন। পরীক্ষা বাতিল করার যে দাবি তার যৌক্তকতা নেই।
এ বছর ৫ মে নিট পরীক্ষা নেওয়া হয়েছিল। সম্প্রতি সেই পরীক্ষার ফল প্রকাশের পরে তা নিয়ে ক্ষোভ চরমে ওঠে পড়ুয়াদের। ফের পরীক্ষার নেওয়ার দাবিতে আন্দোলনে নামে ক্রান্তিকারি যুব সংস্থান, বিএপিএসএ, এসএফআই, আইসা-সহ বহু সংগঠন। নিটে কারচুপি ও প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪০ টিরও বেশি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...