Thursday, August 21, 2025

শিথিল কারফিউ, ১৯৭ মৃত্যুর স্মৃতি নিয়ে ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ

Date:

Share post:

একদিকে সরকারের পক্ষ থেকে কারফিউ শিথিল করার সিদ্ধান্ত। অন্যদিকে আন্দোলনে নামা পডু়য়াদের ৪৮ ঘণ্টা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত। তারই মধ্যে বুধবার থেকে ছন্দে ফেরার চেষ্টা করল বাংলাদেশ। দোকানপাট খোলার পাশাপাশি খুলল সরকারি ও বেসরকারি দফতরও। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও খোলা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবারই আন্দোলনকারী ছাত্রসংগঠনগুলি আন্দোলনের আরও ৪৮ ঘণ্টা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যেই সাধারণ মানুষ, সাধারণ পড়ুয়া ও আন্দোলনকারী সহ ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন হাসপাতালে সূত্রে এই তথ্য পাওয়া গেলেও সরকারিভাবে এখনও মৃতের সংখ্যার কোনও তথ্য দেওয়া হয়নি। এর মধ্যে শুক্রবার মৃত্যু হয়েছে সবথেকে বেশি নাগরিকের। উল্টোদিকে তিনজন পুলিশ কর্মীর মৃত্যুর খবর জানানো হয়েছে সরকারের তরফে। আহত পুলিশ ও নিরাপত্তা কর্মীর সংখ্যা ১১১৭ জন।

এই পরিস্থিতিতে বুধবার বেশ কিছু ব্যাঙ্কের শাখা খুলেছে। বেসরকারি দফতরগুলি খোলার ফলে সাধারণ মানুষও কর্মস্থলের দিকে যেতে শুরু করেন। বাস পরিবহন চালু হওয়ায় একদিকে মানুষ কর্মস্থলের দিকে যাওয়া শুরু করেছেন। অন্যদিকে ছয়দিনের অরাজকতার সময় বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষও ঘরে ফেরার পথ পেয়েছেন। অনেকদিন ধরে রুটি রুজি বন্ধ থাকায় বুধবার রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সা, টোটোর দেখা মেলে। এত যানবাহন একসঙ্গে রাস্তায় নামায় রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় দীর্ঘ যানজট দেখা যায়।

সরকারি দফতর খুললেও এদিন সরকারি দফতরগুলির বাইরে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মজুত থাকতে দেখা যায়। পুলিশের পাশাপাশি দেখা যায় সেনাবাহিনীকেও। কয়েকদিনের অরাজকতায় গ্রেফতার হয়েছে প্রায় তিন হাজার মানুষ। নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে বুধবার দফতর ও কারখানাগুলি খোলা শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...