Saturday, November 8, 2025

শুভেন্দুর ভুয়ো অভিযোগের পাল্টা চন্দ্রিমার, মুখ বাঁচাতে Walkout বিজেপি বিধায়কদের

Date:

কোনও আলোচনাতে থেকে গঠনমূলক কাজ নয়। শুধু গোলমাল পাকিয়ে সভার কাজ পন্ড করাই বিজেপির কাজ। রাজ্যের Walkout নিয়ে প্রশ্ন তুলে বুধবার দুপুরে তুমুল হট্টগোলের পরিস্থিতি হয় বিধানসভায়। পরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন NEET কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় আলোচনার কথা। রাজনৈতিক মহলের মতে, সেই বিড়ম্বনা এড়াতেই এই কৌশল বিরোধীদের।এদিন বিধানসভায় (Assembly) অভিবেশনের শুরুতেই BJP-র তরফে রাজ্যে মহিলাদের উপর নির্যাতন অভিযোগ তুলে স্পিকারের কাছে আলোচনার আবেদন জানানো হয়। বিজেপি বিধায়কদের পক্ষে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পল। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) অভিযোগ তুলে বলেন, বিধানসভায় তাঁদের নাকি বলতে দেওয়া হচ্ছে না।

এর তীব্র প্রতিবাদ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বলেন, “রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। রাজ্যের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।” হট্টগোলের জন্যে বিরোধীদেরই দায়ী করেন চন্দ্রিমা।

এর পরে ফের গোলমাল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। তুমুল হৈ হট্টগোলের মধ্যে অধিবেশন থেকে Walkout করেন বিজেপির বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। রাজনৈতিক মহলে, নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনা এড়াতেই অজুহাত তুলে অধিবেশন ছেড়েছে বিজেপি।






Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version