কোনও আলোচনাতে থেকে গঠনমূলক কাজ নয়। শুধু গোলমাল পাকিয়ে সভার কাজ পন্ড করাই বিজেপির কাজ। রাজ্যের Walkout নিয়ে প্রশ্ন তুলে বুধবার দুপুরে তুমুল হট্টগোলের পরিস্থিতি হয় বিধানসভায়। পরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন NEET কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় আলোচনার কথা। রাজনৈতিক মহলের মতে, সেই বিড়ম্বনা এড়াতেই এই কৌশল বিরোধীদের।
এর তীব্র প্রতিবাদ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বলেন, “রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। রাজ্যের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।” হট্টগোলের জন্যে বিরোধীদেরই দায়ী করেন চন্দ্রিমা।
এর পরে ফের গোলমাল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। তুমুল হৈ হট্টগোলের মধ্যে অধিবেশন থেকে Walkout করেন বিজেপির বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। রাজনৈতিক মহলে, নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনা এড়াতেই অজুহাত তুলে অধিবেশন ছেড়েছে বিজেপি।