Monday, November 10, 2025

শুভেন্দুর ভুয়ো অভিযোগের পাল্টা চন্দ্রিমার, মুখ বাঁচাতে Walkout বিজেপি বিধায়কদের

Date:

কোনও আলোচনাতে থেকে গঠনমূলক কাজ নয়। শুধু গোলমাল পাকিয়ে সভার কাজ পন্ড করাই বিজেপির কাজ। রাজ্যের Walkout নিয়ে প্রশ্ন তুলে বুধবার দুপুরে তুমুল হট্টগোলের পরিস্থিতি হয় বিধানসভায়। পরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন NEET কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় আলোচনার কথা। রাজনৈতিক মহলের মতে, সেই বিড়ম্বনা এড়াতেই এই কৌশল বিরোধীদের।এদিন বিধানসভায় (Assembly) অভিবেশনের শুরুতেই BJP-র তরফে রাজ্যে মহিলাদের উপর নির্যাতন অভিযোগ তুলে স্পিকারের কাছে আলোচনার আবেদন জানানো হয়। বিজেপি বিধায়কদের পক্ষে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পল। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) অভিযোগ তুলে বলেন, বিধানসভায় তাঁদের নাকি বলতে দেওয়া হচ্ছে না।

এর তীব্র প্রতিবাদ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বলেন, “রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। রাজ্যের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।” হট্টগোলের জন্যে বিরোধীদেরই দায়ী করেন চন্দ্রিমা।

এর পরে ফের গোলমাল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। তুমুল হৈ হট্টগোলের মধ্যে অধিবেশন থেকে Walkout করেন বিজেপির বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। রাজনৈতিক মহলে, নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনা এড়াতেই অজুহাত তুলে অধিবেশন ছেড়েছে বিজেপি।






Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version