২০২৪ সালের নিট (NEET) পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশের পরই দায় এড়াতে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পুনর্গঠনের কথা শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) মুখে। তিনি এ-ও জানান, এনটিএ পুনর্গঠনের জন্য উচ্চ-পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র। নিটের প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। এই আবহে ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) স্পষ্ট জানিয়ে দেন, ২০২৪ সালের নিট-ইউজি পুরোপুরি বাতিলের পক্ষে নয় সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সুপ্রিম রায়ের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র বলেন, আমি দেশের তরুণ এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে, অনিয়ম যারা করেছে এমন কোনও ব্যক্তিই রেহাই পাবেন না। সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। নিট-মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে ধর্মেন্দ্রর সংযোজন, আগামী দু’দিনের মধ্যে এনটিএ নিট-ইউজির চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে পরীক্ষার মেধাতালিকাও সংশোধন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।