হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা, তারপরই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু হঠাৎ করেই কর্মকর্তা এবং আয়োজকদের কপালে ভাঁজ। বেতনে অসাম্যের অভিযোগে ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী! যা পরিস্থিতি তাতে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান (Olympics opening ceremony) হওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

শুক্রবার ভারতীয় সময় রাত নটায় অলিম্পিক্সের উদ্বোধন হওয়ার কথা। বিশেষ আকর্ষণ শ্যেন নদীতে প্যারেড। বেশ কিছুদিন ধরে এই সংক্রান্ত ট্রেনিংও চলেছে। অনুষ্ঠানে থাকার কথা তিন হাজার ডান্সারের। সবকিছু যখন প্রস্তুত তখনই বেঁকে বসেছেন নৃত্যশিল্পীরা। এসএফএ-সিজিটি সংগঠনের ৩০০ শিল্পীর দাবি, অলিম্পিক্সের দায়িত্বে থাকা পুলিশকর্মী ও পুরকর্মীদের ১ লক্ষ ৭২ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হচ্ছে। অথচ, উদ্বোধনের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না। তাই পারিশ্রমিকে অসাম্যতার অভিযোগ তুলে ধর্মঘটে নেমেছেন তাঁরা। এসএফএ-সিজিটি (SFA-CGT) সংগঠনের সঙ্গে মঙ্গলবার অলিম্পিকসের আয়োজকদের বৈঠক হয়। সেখানে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার প্রস্তাব দেন তাঁরা। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন নৃত্যশিল্পীরা। আবার ফ্রান্সের বেসরকারি সংস্থায় থাকা বেশ কিছু কর্মীও ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত বোনাসের দাবি তাঁদের। সবমিলিয়ে ধোঁয়াশায় বিশ্বের অন্যতম বড় প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠান।