মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের জল শোষণ নিয়ে মহাকাশেই নয়া গবেষণায় সুনীতা!

এক মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ((Sunita Williams)এবং বুচ উইলমোর। গত ৭ জুন আন্তর্জাতিক বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন কিন্তু উৎক্ষেপণের কয়েক মুহূর্তের মধ্যেই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দুই নভোচর মিলেই তা ঠিক করেন। কিন্তু এরপরে তাঁদের পৃথিবীতে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখনও সঠিক করে কিছু জানাতে পারেনি NASA। এই আবহেই এবার দুই মহাকাশচারী ব্যস্ত নয়া গবেষণায়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ওজনহীন পরিবেশে গাছপালাকে কার্যকরভাবে জল দেওয়ার উপায় সন্ধান করছেন তাঁরা। সুনীতা এবং বুচ দুজনেই হারমনি মডিউলে পরীক্ষা চালিয়ে মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের জল শোষণ নিয়ে কাজ করতে শুরু করেছেন বলে খবর।

মার্কিন মহাকাশ সংস্থা সূত্রে জানা যায়, মহাকাশযান এবং মহাকাশ বাসস্থানে বেড়ে ওঠা গাছপালাকে পুষ্ট করার জন্য হাইড্রোপনিক্স এবং বায়ু সঞ্চালনের মতো বিষয়গুলি প্ল্যান্ট ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণাধীন। হারমনি
(Harmony) আন্তর্জাতিক স্পেস ল্যাব এবং মহাকাশযানের মধ্যে একটি অভ্যন্তরীণ সংযোগকারী পথ হিসাবে কাজ করে। প্রেস রিলিজে নাসা জানিয়েছে যে দুই মহাকাশচারী মাইক্রোগ্রাভিটির মাটি বিহীন এবং ওজনহীন পরিবেশে বেড়ে ওঠা প্ল্যান্ট ওয়াটার নিয়ে গবেষণা চালাচ্ছেন। সুনীতা (Sunita Williams) প্রথমে মডিউলে একটি প্ল্যান্ট ওয়াটার ম্যানেজমেন্ট হার্ডওয়্যার সেট আপ করেন এবং তারপর বিভিন্ন তরল প্রবাহিত হওয়ার পদ্ধতি রেকর্ড করেন। এরপর বুচ হাইড্রোপনিক্স এবং বায়ু সঞ্চালন পদ্ধতির মাধ্যমে মহাকাশযানে এবং মহাকাশ বাসস্থানে কীভাবে গাছকে পুষ্ট করা যায় তা নিয়ে ব্যস্ত।