ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জে.ল হে.ফাজতের মেয়াদ

বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি।

দিল্লির আবগারি নীতি মামলায় ফের চাপ বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৮ অগস্ট পর্যন্ত বাড়াল। জানা গিয়েছে, বৃহস্পতিবার তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে হাজির করা হয়। সিবিআইয়ের তরফে দায়ের করা দিল্লির আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের হেফাজতের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই বিধানসভা ভোটের আবহে এই ঘটনা আম আদমি পার্টির জন্য যথেষ্ট ধাক্কার।এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালকে বিশেষ বিচারক কাবেরী বাওয়েজার সামনে হাজির করা হয়। বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট ১৭ জুলাই তার আদেশ সংরক্ষণ করেছে। কেজরিওয়াল তার গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেছেন। একই সঙ্গে সিবিআইয়ের দাবি, সম্পূর্ণ প্রমাণ হাতে আসার পরেই আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। বিচারপতি নীনা বনসল কৃষ্ণও কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের বিষয়ে আদেশ সংরক্ষণ করেছেন। এদিন মামলার শুনানির পর বিচারক জানান, আগামী ৮ অগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

 

Previous articleRJD-র মহিলা বিধায়ককে ‘অসম্মানজনক’ উক্তি! নীতীশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন বিরোধীদের
Next articleউপযুক্ত কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের সমান! মন্তব্য হাই কোর্টের