শ্যাম রাখি না কুল রাখি করতে গিয়ে বারবার বেফাঁস মন্তব্যে করছেন নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিধানসভায় আরজেডির মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে অসম্মানজনক মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বেফাঁস করেছেন বুঝতে পেরেই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে মহিলাদের কত উন্নতি হয়েছে, তার খতিয়ান দিতে থাকেন। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অধিবেশন কক্ষ ত্যাগ করে বিরোধীরা।
গত বছর বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় রাজ্যের মহিলাদের উদ্দেশে নীতীশ (Nitish Kumar) বলেন, বিছানায় স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কী ধরনের আচরণ করা উচিত। এই সব কথা শুনে হকচকিয়ে যান সবাই। নীতীশের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত নেতা-মন্ত্রীদের নাম ভুল বলেছেন তিনি।
বুধবারের ঘটনার পর নীতীশের মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া উচিৎ বলে ফের দাবি তুলেছে আরজেডি। সূত্রের খবর, নীতীশের না কি মানসিক অসুখের চিকিৎসা চলছে। মাস কয়েক আগে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকতেই পারেন। কিন্তু সংবিধান অনুযায়ী, মানসিক অসুস্থ ব্যক্তি সরকারি পদে থাকতে পারেন না বলে মন্তব্য করে বিরোধীদের দাবি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে চিকিৎসা করান নীতীশ কুমার।