Friday, November 14, 2025

রেশন কার্ডের যে কোনও সমস্যা মেটান এবার অনলাইনেই,চালু রাজ্যের নয়া অ্যাপ

Date:

এত দিন পর্যন্ত নিয়ম ছিল যে, রেশন কার্ডের মাধ্যমে এলাকার নির্দিষ্ট রেশন কেন্দ্র থেকেই একমাত্র রেশন তোলা সম্ভব। কিন্তু রেশন কার্ড যদি ডিজিটাল হয়, তাহলে তার মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তোলা সম্ভব। ইদানীং রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এখন থেকে যে কোনও ধরণের পরিষেবা পেতে আর অফিস ছুটতে হবে না। রেশন কার্ডের সমস্যা মেটানো যাবে এবার অনলাইনেই। দেশে প্রথম এই অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। নাম বদল, দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদল সবই সম্ভব অনলাইনেই। এর ফলে গ্রাহকদের হয়রানি মিটবে, এমনই মত খাদ্য দফতরের।

এমনিতেই রেশন কার্ডই ছিল এক সময়ে ভারতবাসীর বৈধ প্রমাণপত্র। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হলে খুব সহজেই ধরা পড়বে অবৈধ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছেন কারা। আবার পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে ভর্তুকি দেওয়া রেশনের কাজটাও সহজ হবে। পাশাপাশি রেশনিং ব্যবস্থা আরও সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত করা সম্ভব। আধার কার্ড এবং প্যান কার্ডের পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের প্রয়োজনীয়তা ইদানীং বেড়েছে।

প্রসঙ্গত, আপনার বাড়িতে বসেই আবেদন করতে পারবেন রেশন কার্ডের বা তার যে কোনও সংশোধনীর। আর তা করতে কম্পিউটারেরও প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই খুব সহজে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। প্রতিটি রাজ্য সরকারই এই কারণে একটি আলাদা পোর্টাল তৈরী করেছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।বলাই বাহুল্য, রেশন কার্ড পেতে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর বয়স হতে হবে ১৮ বছর ও তার উর্ধ্বে। তার থেকে কম বয়সীরা মা-বাবার রেশনকার্ডের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version