যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র “নির্যাতন”র অভিযোগ! কী বললেন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট?

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে ছাত্র নির্যাতনের অভিযোগ। তাঁকে উদ্ধার করে স্থানীয় কেপিসি হাসপতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের পড়ুয়া। অন্যদিকে, ‘নির্যাতিত’ ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ এনেছেন হস্টেলে তাঁরই বন্ধুরা।

খবর পেয়ে ওই ছাত্রকে উদ্ধার করতে যান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। আপাতত স্থিতিশীল ওই ছাত্র। কিন্তু
বিষয়টি প্রকাশ্যে আসতে হইচই শুরু হয়ে যায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের।

গতকাল, বুধবার রাত ৮টা নাগাদ উপাচার্যের নির্দেশে হস্টেলে যান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মিতালি দেব বলেন, “আমি গিয়েছিলাম, তবে ব়্যাগিং নয়। একটি ছেলে অসুস্থ এবং ভয় পাচ্ছে শুনে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যি অসুস্থ হয়ে পড়েছে। কোনও নিগ্রহ হয়নি। তবে ঘিরে ধরে বসেছিল বাকিরা। উত্তপ্ত আলোচনা চলছিল। আমি পরে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তি করাই”। ল্যাপটপ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে পাওয়া গিয়েছে ওই ল্যাপটপ- এমনটাই দাবি মিতালিদেবীর।

অন্যদিকে, পুরুলিয়া থেকে আসা ওই ছাত্র মানসিক ভাবে বিপর্যস্ত। ওই ছাত্রের বাবা ও মা কলকাতায় এসে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দু-তপন বিতর্কে দু’পক্ষকে ‘সংযত’ থাকার পরামর্শ স্পিকারের