Monday, January 26, 2026

আর শুধু কুটিরশিল্প নয়, এবার সিলেবাসে বাটিক-কাঁথাস্টিচ

Date:

Share post:

বাটিক আর কাঁথাস্টিচ কেনার জন্য বাঙালি শান্তিনিকেতনে বারবার ঢুঁ মারে। এবার চাহিদা মেটাতে রাজ্যের অন্যত্রও উচ্চমানের কাঁথাস্টিচ আর বাটিকের সামগ্রী পেতে তৈরি করা হচ্ছে প্রশিক্ষিত শিক্ষার্থীদের। রীতিমত কোর্স করে বাটিক ও কাঁথাস্টিচের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ চার্চ কলেজ (Scotish Church College)।

স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজের অনুষ্ঠানে সংবর্ধনায় বাটিক ও কাঁথাস্টিচের কদর দেখে কলেজের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেওয়ার কথা প্রথম চিন্তাভাবনা করেন কলেজ কর্তৃপক্ষ। যেমন ভাবনা তেমন কাজ। অগস্টের শিক্ষাবর্ষ থেকেই অ্যাড অন কোর্স হিসাবে স্কটিশ চার্চ কলেজে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই উদ্যোগে তাঁরা সাহায্য নেবেন শান্তিনিকেতনের (Santiniketan) ‘আমার কুটির সোসাইটি’র (Amar Kutir Society)। সেই সঙ্গে সহযোগিতা করবেন শ্রীনিকেতনের শিল্পী বন্যা খান।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ঘণ্টার ক্লাসে সম্পূর্ণ হবে বাটিক ও কাঁথাস্টিচের প্রশিক্ষণ। ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে এই প্রশিক্ষণ। শহরের আবেদনকারীদের পাশাপাশি আমেরিকা থেকেও এই কোর্সের জন্য আবেদন এসেছে বলে জানান কর্তৃপক্ষ। একদিকে হাতে কলমে কাজ শেখা, অন্যদিকে বাংলার নস্টালজিয়াকে ফিরে পাওয়ার জন্যই মূলত এই কোর্সে আগ্রহী শিক্ষার্থীরা। এতদিন এই প্রশিক্ষণের সুযোগ শহরে সেভাবে ছিল না। হাতের কাছে এই সুযোগ পেয়ে কার্যত লুফে নিচ্ছেন আগ্রহীরা।

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...