Wednesday, January 21, 2026

রেশন কার্ডের যে কোনও সমস্যা মেটান এবার অনলাইনেই,চালু রাজ্যের নয়া অ্যাপ

Date:

Share post:

এত দিন পর্যন্ত নিয়ম ছিল যে, রেশন কার্ডের মাধ্যমে এলাকার নির্দিষ্ট রেশন কেন্দ্র থেকেই একমাত্র রেশন তোলা সম্ভব। কিন্তু রেশন কার্ড যদি ডিজিটাল হয়, তাহলে তার মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তোলা সম্ভব। ইদানীং রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এখন থেকে যে কোনও ধরণের পরিষেবা পেতে আর অফিস ছুটতে হবে না। রেশন কার্ডের সমস্যা মেটানো যাবে এবার অনলাইনেই। দেশে প্রথম এই অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। নাম বদল, দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদল সবই সম্ভব অনলাইনেই। এর ফলে গ্রাহকদের হয়রানি মিটবে, এমনই মত খাদ্য দফতরের।

এমনিতেই রেশন কার্ডই ছিল এক সময়ে ভারতবাসীর বৈধ প্রমাণপত্র। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হলে খুব সহজেই ধরা পড়বে অবৈধ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছেন কারা। আবার পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে ভর্তুকি দেওয়া রেশনের কাজটাও সহজ হবে। পাশাপাশি রেশনিং ব্যবস্থা আরও সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত করা সম্ভব। আধার কার্ড এবং প্যান কার্ডের পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের প্রয়োজনীয়তা ইদানীং বেড়েছে।

প্রসঙ্গত, আপনার বাড়িতে বসেই আবেদন করতে পারবেন রেশন কার্ডের বা তার যে কোনও সংশোধনীর। আর তা করতে কম্পিউটারেরও প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই খুব সহজে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। প্রতিটি রাজ্য সরকারই এই কারণে একটি আলাদা পোর্টাল তৈরী করেছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।বলাই বাহুল্য, রেশন কার্ড পেতে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর বয়স হতে হবে ১৮ বছর ও তার উর্ধ্বে। তার থেকে কম বয়সীরা মা-বাবার রেশনকার্ডের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।

 

spot_img

Related articles

আজ পুরুলিয়ায় অভিষেকের রণসংকল্প সভা, লক্ষাধিক মানুষের জমায়েতের সম্ভাবনা 

বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) আগে 'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলের সম্ভাবনা, পাল্টাতে পারে হিয়ারিং ডেডলাইনও!

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এবার লজিক্যাল ডিস্ক্রিপেন্সির পুরো তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: সৃজনশীল প্রতিভায় শান দেওয়ার জন্য আজ দারুণ দিন। কাজের জায়গায় নতুন কোনও সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে...

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...