আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বর্ষা এলেও বৃষ্টি নেই, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে শনি-রবিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা সহ শহরতলির বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস। শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আগামী সপ্তাহের গোড়া থেকে বাড়বে বৃষ্টি। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা জারি রয়েছে।

হাওয়া অফিসের কর্তারা বলছেন আজ দফায় দফায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ সেলসিয়াস বেশি। উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের চার জেলায়। আপাতত দু’দিন বৃষ্টির পরিমাণ কমবে।


Previous articleমমতার ছবি নিয়ে মানুষের দুয়ারে তৃণমূল কাউন্সিলর!
Next articleযাদবপুরে বন্ধ নিয়োগ, আচমকা নির্দেশ বিকাশ ভবনের