মেট্রোয় বাড়ছে খারাপ কাজ, রাজধানীতে ১৬০০ জনের বিরুদ্ধে মামলা!

মেট্রো সফরকালে রিলস বানানো থেকে শুরু করে সিট নিয়ে ঝামেলা বা অশালীন ভিডিও শুটিং সহ একাধিক ‘দুষ্কর্মের’ ছবি ধরা পড়েছে দিল্লি মেট্রোয় (Delhi Metro)। বারবার আলোচনার শিরোনামে উঠে আসার পর কড়া পদক্ষেপের কথা জানিয়েছে দিল্লি মেট্রো (Delhi Metro)কর্তৃপক্ষ। এবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)সূত্রে খবর, এই ধরনের বেশ কিছু ঘটনার জন্য এপ্রিল থেকে জুনের মধ্যে ১৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে!

পরিসংখ্যান তুলে ধরে DMRC জানিয়েছে, ২০২৩ সালে এই সময়ের মধ্যে এপ্রিলে ৫২৮, মে-তে ৪৮৫ এবং জুনে ৫৮৭ জনকে জরিমানা করা হয়েছিল। কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৪৭ জনকে জরিমানা করা হয়েছে। এপ্রিলে ৬১০, মে মাসে ৫১৮ এবং জুন মাসে ৫১৯ জনকে জরিমানা করা হয়েছে বলে খবর। ম্যানেজিং ডিরেক্টর বিকাশ কুমার জানান, মেট্রোতে সফরকালে এবং মেট্রো চত্বরে ঝামেলা, অশান্তির জন্য এই জরিমানা করা হয়েছে। রাজধানীর পাতালরেল সফরে অপরাধমূলক কাজকর্ম আটকাতে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে যাত্রা সতর্ক করা হচ্ছে।


Previous articleচিনের সঙ্গে মিলছে হামাস! তড়িঘড়ি ইজরায়েলকে ডাক হোয়াইট হাউসে
Next articleপ্রথম বার নদীতে অলিম্পিক্সের উদ্বোধন স্মরণীয় করতে চাইছে ফ্রান্স