Friday, August 22, 2025

শান্তিরক্ষার্থে নাম লেখার নির্দেশ! কানওয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে ‘সুপ্রিম সাফাই’ যোগী সরকারের 

Date:

কানওয়ার যাত্রায় (Kanwar Yatra) যাতে শান্তিশৃঙ্খলার পরিবেশ বজায় থাকে সেকারণেই দোকান মালিকদের (Shop Owner) নাম সাইনবোর্ডে লিখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এমনটাই সাফাই যোগী সরকারের (Yogi Govt)। কানওয়ার যাত্রায় বিতর্কিত নির্দেশিকা নিয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারকে নোটিশ ধরিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নোটিশের জবাব দিল যোগী সরকার।কানওয়ার যাত্রা নিয়ে দেশজুড়ে বিতর্ক পিছু ছাড়ছে না। চলতি শ্রাবণ মাসে শুরু হয়েছে যাত্রা।

কানওয়ার যাত্রার আগে উত্তরপ্রদেশের যোগী সরকারের নির্দেশ ছিল, যাত্রার রুটে সব খাবারের দোকানগুলির ডিসপ্লে বোর্ডে মালিকের নাম লিখতে হবে বড় বড় হরফে, যাতে পুণ্যার্থীরা হিন্দু ও মুসলিমদের দোকানগুলি আলাদা ভাবে চিনতে পারেন। শুধুমাত্র উত্তর প্রদেশই নয়, এই নির্দেশিকা জারি করা হয় উত্তরাখণ্ডেও। পুণ্যার্থীদের যাতে সংশ্লিষ্ট হোটেল বা ধাবা নিয়ে কোনও সংশয় না থাকে, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। এই নির্দেশিকা জারি হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বিরোধীরা যোগী সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তোলে। যোগী সরকারের সাফাই, কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারীদের তরফে একাধিকবার অভিযোগ পেয়েই এই নির্দেশিকা জারি করা হয়। যোগী ও উত্তরাখণ্ডের সরকারের এই নির্দেশিকার পর পরই রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। এমন নির্দেশিকাকে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বলে সরব হন বিরোধীরা। তাঁদের দাবি, এই নির্দেশিকা দলিত ও সংখ্যালঘু হিসাবে জোর করে ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করার উদ্দেশ্যেই জারি করা হয়েছে, যাতে তাঁরা সামাজিক বৈষম্যমূলক আচরণের শিকার হন।

কানওয়ার যাত্রায় নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কানওয়ার যাত্রাপথে খাবার বিক্রেতাদের নাম লিখতে বাধ্য করা যাবে না।’ সোমবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে শুক্রবারের মধ্যে নোটিশ দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশিকা দিয়েছিল।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version