মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মমতা, পাশে থাকার বার্তা

সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। দেখা করেন কেজরিওয়ালের বাবা-মায়ের সঙ্গে। তাঁদের আশীর্বাদ নেন বাংলার মুখ্যমন্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই বারবার কেন্দ্রের এজেন্সি নীতির প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগের দিনই কেজরিওয়ালের বাসভবনে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। সেই সঙ্গে দিলেন পাশে থাকার বার্তা।

শুক্রবারই দিল্লি পৌঁছান তৃণমূল নেত্রী। দলের সাংসদদের সঙ্গে বৈঠকের পরে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যান তিনি। সঙ্গে ছিলেন আপের সাংসদ রাঘব চাড্ডা। সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। দেখা করেন কেজরিওয়ালের বাবা-মায়ের সঙ্গে। তাঁদের আশীর্বাদ নেন বাংলার মুখ্যমন্ত্রী।

আপ সাংসদ রাঘব চাড্ডা জানান, অরবিন্দের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরিবার ও বাবা-মায়ের সঙ্গে দেখা করেন তিনি। কঠিন পরিস্থিতিতে কেজরিওয়ালের পরিবার ও আপের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী।

Previous articleহার্দিকের অধিনায়কত্বে কি ভাগ হয়েছিল মুম্বইয়ের সাজঘর, কী বললেন বুমরাহ?
Next article৭৯ বছরে প্রয়াত ফারহা খানের মা, শোকপ্রকাশ বলিউডের