Tuesday, November 4, 2025

বিল আটকে গাজোয়ারি! রাজ্যপাল-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

রাজভবনে (Rajbhawan) আটকে রয়েছে একাধিক বিল। দীর্ঘদিন হয়ে গেলেও সিভি আনন্দ বোস (CV Anand Bose) সেই বিলে সই করছেন না বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে রাজভবনে (Rajbhawan) একাধিক বিল আটকে রয়েছে। সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Affairs) জন্যও। রাজ্যপালের বিরুদ্ধে দিনকয়েক আগেই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার‌। তারপরই সুপ্রিম কোর্টের নোটিশে বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও মৌখিকভাবে রাজ্যপালকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার কারণে সংবিধানের রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। সেকারণেই সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য। উল্লেখ্য, রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয়, রাজ্যপালের সম্মতি পেলে তবেই তা আইনে পরিণত হতে পারে। সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে।

কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক মাসে প্রচুর বিল রাজভবনে জমা পড়ে রয়েছে। রাজ্যপাল কোনওটিতে সম্মতি দেননি। যেকারণে রাজ্যের সমস্যা প্রতিদিন বাড়ছিল। রাজ্যপাল বোসকে একাধিকবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। এদিন রাজ্যের আইনজীবী সাফ জানিয়েছেন, এভাবে বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন রাজভবন ফেলে রাখতে পারে না। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁরা রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ বিষয়ে নোটিশ জারি করছেন। এখন দেখার নোটিশ পেয়ে রাজ্যপালের অবস্থানের কোন ও পরিবর্তন হয় কী না।


Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version