Thursday, August 21, 2025

বিল আটকে গাজোয়ারি! রাজ্যপাল-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

রাজভবনে (Rajbhawan) আটকে রয়েছে একাধিক বিল। দীর্ঘদিন হয়ে গেলেও সিভি আনন্দ বোস (CV Anand Bose) সেই বিলে সই করছেন না বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে রাজভবনে (Rajbhawan) একাধিক বিল আটকে রয়েছে। সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Affairs) জন্যও। রাজ্যপালের বিরুদ্ধে দিনকয়েক আগেই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার‌। তারপরই সুপ্রিম কোর্টের নোটিশে বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও মৌখিকভাবে রাজ্যপালকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার কারণে সংবিধানের রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। সেকারণেই সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য। উল্লেখ্য, রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয়, রাজ্যপালের সম্মতি পেলে তবেই তা আইনে পরিণত হতে পারে। সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে।

কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক মাসে প্রচুর বিল রাজভবনে জমা পড়ে রয়েছে। রাজ্যপাল কোনওটিতে সম্মতি দেননি। যেকারণে রাজ্যের সমস্যা প্রতিদিন বাড়ছিল। রাজ্যপাল বোসকে একাধিকবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। এদিন রাজ্যের আইনজীবী সাফ জানিয়েছেন, এভাবে বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন রাজভবন ফেলে রাখতে পারে না। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁরা রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ বিষয়ে নোটিশ জারি করছেন। এখন দেখার নোটিশ পেয়ে রাজ্যপালের অবস্থানের কোন ও পরিবর্তন হয় কী না।


Related articles

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...
Exit mobile version