Saturday, November 8, 2025

বেআইনি দখলদারি রুখতে কড়া রাজ্য! মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাস ঘুরতেই প্রস্তুত রিপোর্ট

Date:

নজরে নাগরিক পরিষেবা! আর সেই পরিষেবা থেকে যাতে শহরবাসী বঞ্চিত না হন সেকারণে বড় উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শহরের বিভিন্ন ফুটপাতে বা সাধারণ মানুষের চলাচলের রাস্তায় ছাতার মতো গজিয়ে উঠেছিল একাধিক দোকান। সময় যত গড়াচ্ছে, রাস্তার পাশে হকারদের (Hawker) রীতিমতো দাদাগিরির জেরে অতিষ্ঠ হওয়ার জোগাড় শহরবাসীর জনজীবন। তবে বিষয়টি নজরে আসার পরই তৎক্ষণাৎ পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। এরপরই জবরদখল রুখতে হকার অভিযান এক মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী কমিটি গঠন করে স্পষ্ট জানিয়েছিলেন, এক মাসের মধ্যে সমীক্ষা রিপোর্ট জমা দেওয়ার। সেইমতো শনিবার এক মাস পূর্ণ হতেই সমীক্ষা রিপোর্ট জমা পড়বে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দফতরে। ইতিমধ্যে সেই সমীক্ষা রিপোর্ট (Survey Report) তৈরিও হয়ে গিয়েছে বলে খবর।

সূত্রের খবর, শহরের বিভিন্ন প্রান্তের হকারদের থেকে ইতিমধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে। নির্দিষ্ট ফর্মে যাবতীয় তথ্য লেখা হয়েছে বলে খবর। প্রথম পর্যায়ের সমীক্ষা শেষের পর এবার মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। তবে নবান্নের বৈঠক থেকেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, আইনমন্ত্রী মলয় ঘটক, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং মেয়র পারিষদ দেবাশিস কুমারকে নিয়ে ৫ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে চলে অভিযান। শনিবার সেই রিপোর্ট কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিমের দফতরে জমা পড়ার কথা।

অন্যদিকে, শনিবার থেকেই ফের শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার কাজ। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময় মেনেই প্রথম পর্যায়ের সমস্ত কাজ শেষ হয়েছে বলে জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।

Related articles

ক্যাপ্টেন হোক: রিচার সংবর্ধনায় প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী, বঙ্গভূষণ-ডিএসপি-র চাকরি-সহ একগুচ্ছ পুরস্কার

উষ্ণ অভিনন্দন। আমি চাই একনম্বর (ক্যাপ্টেন) হোক রিচা। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa...

রাস্তায় পড়ে রাশি রাশি VVPAT স্লিপ! বিহারের ভোট চুরির পর্দাফাঁসে দ্রুত পদক্ষেপ

নির্বাচন প্রক্রিয়া এখনও চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সমস্তিপুর এলাকায় রাস্তার পাশ থেকে রাশি রাশি...

ক্রিকেটের নন্দনকাননে বিশ্বজয়ীকে বরণ, রিচা বললেন, “স্বপ্নের মতো লাগছে”

নভেম্বরের দ্বিতীয় দিনে ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের বিশ্বজয় লিখেছে নতুন ইতিহাস। গোটা দেশের বুকে...

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...
Exit mobile version