কোটা সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বাংলাদেশে। সেনা নামতে হয়। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট। এই পরিস্থিতিতে বন্ধ করা হয় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitri Express)। তবে, সেদেশে সুপ্রিম কোর্টের রায়ের পরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শুরু হয়েছে আমদানি-রফতানিও। এখনও ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে চালানো গেল না মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত বন্ধই থাকবে মৈত্রী এক্সপ্রেস। কবে চালু করা হবে- সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই চালু হচ্ছে না কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস
Date:
Share post: