Tuesday, November 4, 2025

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গাড়ি! জম্মু ও কাশ্মীরে মৃত একই পরিবারের ৫ শিশু-সহ ৮

Date:

লাগাতার জঙ্গি হামলায় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে একদিকে যেমন অনেক জওয়ানের শহিদ হওয়ার খবর সামনে এসেছে ঠিক তেমনই পাল্টা আক্রমণে খতম হয়েছে বহু জঙ্গি। শনিবার অশান্ত উপত্যকায় ফের ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে (Anantnag) খাদে গাড়ি উল্টে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জনই শিশু ছিল বলে খবর। এদিন অনন্তনাগ জেলার ডাকসুম এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে অনুমান, গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় বেশি থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

তবে মৃতরা সকলে একই পরিবারের সদস্য ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। নিহতদের মধ্যে একজন পুরুষ পুলিশকর্মী, দু’জন মহিলা এবং পাঁচ শিশু ছিল বলে খবর। যাদের গড় বয়স মাত্র ছয় থেকে ষোল বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, শনিবার ৮ জনের একটি পরিবার টাটা সুমো গাড়িতে চেপে কিস্তওয়ার থেকে ফিরছিলেন। কিন্তু ডাকসুমের কাছাকাছি গাড়িতে আসার পরই আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশের একটি খাদে পড়ে যায় বলে খবর। দুর্ঘটনার জেরে গাড়ির মধ্যে থাকা সকলেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

যদিও দুর্ঘটনার বিষয়টি সামনে আসতেই উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয়রাও। তবে কিছু সময়ের মধ্যেই সকলের দেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে কীভাবে এমন দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তল্লাশি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version