কার্গিল দিবসের পরদিনই শহিদ জওয়ান, ফের গুলির লড়াই কাশ্মীরে

এই হামলাকে চরম আগ্রাসী পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। এই বর্ডার অ্যাকশন দলই ২০২১ সালে যুদ্ধবিরতির আগে ভারতের উপর বহু হামলার কারিগর ছিল

ঘটা করে সেনা জওয়ানদের নিরপত্তার মোদির ঢক্কা নিনাদ কার্গিল দিবসের পরদিনই ফুটো হয়ে গেল। পাক সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক ভারতীয় জওয়ানের। আহত আরও চারজন। ঘটনায় নিহত এক ‘পাক নাগরিক’।

কুপওয়ারা জেলার মাচাল সেক্টরের কামকারি এলাকায় সীমান্তের ওপার থেকে অতর্কিতে হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। প্রাথমিকভাবে দুই ভারতীয় জওয়ানের আহত হওয়ার খবর জানানো হলেও পরে একজনের মৃত্যু ও চারজনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে একজনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এই হামলাকে চরম আগ্রাসী পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। এই বর্ডার অ্যাকশন দলই ২০২১ সালে যুদ্ধবিরতির আগে ভারতের উপর বহু হামলার কারিগর ছিল।

Previous articleবাংলার দাবি নিয়ে বলতেই মাইক বন্ধ! প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট মুখ্যমন্ত্রীর
Next articleনিম্নচাপের প্রভাবে আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!