সান্ধ্য ভ্রমণে বেরিয়ে রাস্তা থেকে কাগজ- চিপসের প্যাকেট কুড়োলেন মেয়র!

মহানগরীর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের (KMC) তরফে বারবার প্রচার করা হয়। কিন্তু তাতে কাজ হয় কি? বাস্তবের ছবিটা যে একেবারেই উল্টো তার প্রমাণ হাতেনাতে পেলেন স্বয়ং মেয়র। শুক্রবার সান্ধ‌্য ভ্রমণ করতে চেতলা পার্কে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সেখানে গিয়ে চক্ষুচড়কগাছ। যত্রতত্র পড়ে রয়েছে ময়লা কাগজ, চিপসের প্যাকেট, ঠান্ডা পানীয়র বোতল, থার্মোকলের প্লেট -বাটি। দ্রুত সেসব পরিষ্কার লেগে পড়েন মেয়র। ঘাবড়ে চান পার্কের সহ নাগরিকরা।

ইভনিং ওয়াকে বেরিয়ে কার্যত বিড়ম্বনার মুখে পড়তে হল ফিরহাদকে। শুধু চেতলা পার্ক নয়, রবীন্দ্র সরোবরেও একই দৃশ্য। কয়েকহাত অন্তর অন্তর ডাস্টবিন রাখা রয়েছে কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাবে আজ এই অবস্থা তৈরি হয়েছে, আক্ষেপ কলকাতা পুরসভার মেয়রের। এই বর্ষায় যত্রতত্র ময়লা ফেলে রাখলে সেখান থেকে রোগ জীবাণুর সংক্রমণ বাড়ে। এছাড়া আইসক্রিমের কাপ, থার্মোকল বা প্লাস্টিকের বাটি মাটিতে পড়ে থাকলে বৃষ্টির জল জমে ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাইয়ের জন্ম হয়। পুরসভার তরফে বারবার এই বিষয়ে সতর্ক করা হলেও যদি মানুষের টনক না নড়ে তাহলে পরিস্থিতির বদল কি আদৌ সম্ভব, প্রশ্ন মেয়রের।