Thursday, August 21, 2025

অশ্লীল ভিডিও দেখে নাবালিকা বোনকে ধর্ষণ-খুন! কিশোর দাদার ‘কুকীর্তি’ দেখেও চুপ মা-দিদি

Date:

যত কাণ্ড বিজেপি (BJP) শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে! মোবাইলে পর্ণ দেখে নিজের নাবালিকা বোনকে (Sister) খুন করল তাঁরই নাবালক দাদা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সূত্রের খবর, গুণধর ছেলের ঘৃণ্য অপরাধ লুকনোর চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্ত নাবালকের মা ও দিদির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত ২৪ এপ্রিল নিজের বাড়ির উঠোনেই ৯ বছরের বালিকার দেহ উদ্ধার হয়। এরপরই পরিবারের লোকজনদের অভিযোগ, পোকার কামড়েই নাকি মৃত্যু হয়েছে মেয়ের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) সামনে আসতেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নিজের ফোনে অশ্লীল ছবি দেখছিল অভিযুক্ত কিশোর। সেই সময় বোন পাশেই ঘুমোচ্ছিল তার। এরপরই ফোনে ভিডিও দেখে নিজের নাবালিকা বোনকেই ধর্ষণের অভিযোগ ওঠে কিশোরের বিরুদ্ধে। এরপর পুরো ঘটনাটি পরিবারকে বলে দেওয়ার কথা জানালে নাবালিকাকে খুন করে বলে অভিযোগ। পরে বিষয়টি পরিবারের বাকি সদস্যদের জানানোর সময় ওই নাবালিকা তখনও প্রাণে বেঁচেছিল। বিষয়টি নজরে আসতেই মা ও দিদির সামনেই বোনকে খুন করে অভিযুক্ত।

ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ, ধর্ষণের পর নাবালিকাকে খুন করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত নাবালিকারই ১৩ বছর বয়সী দাদা। যদিও বিষয়টি সামনে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। তবে সূত্রের খবর, খুনের বিষয়টি স্পষ্ট হওয়ার পরই তদন্তে নেমে ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরই নাবালক দাদার বিরুদ্ধে প্রমাণ হাতে পেতেই তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সত্য গোপন ও অপরাধ আড়ালের অভিযোগেই ইতিমধ্যে ওই কিশোরের মা ও দিদিকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version