Sunday, November 16, 2025

‘সেফ’ খেলছেন বিচারকরা, জামিন নাকচ করা নিয়ে তোপ প্রধান বিচারপতির

Date:

নিজেদের কর্মজীবন ঠিক রাখতে দেশের নিচুস্তরের আদালতগুলিতে জামিন নাকচের সংখ্যা বাড়ছে। ফলে প্রথমত চাপ বাড়ছে হাইকোর্টগুলিতে। সেই সঙ্গে মামলার চাপ বাড়ছে সুপ্রিম কোর্টেও। বিচারকদের আরও একটু বাস্তব বুদ্ধি প্রয়োগ করে জামিনের সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূঁড়।

সম্প্রতি আদালতের বকেয়া মামলার সংখ্যা নিয়ে বিভিন্ন আদালতে সমালোচনা শুরু হয়েছে। প্রধান বিচারপতি নিজেও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তার উপায়ও বলেছেন একাধিক মঞ্চ থেকে। এবার বিচার ব্যবস্থার গোড়া থেকে সেই চাপ কমানোর বার্তা দিলেন ডি ওয়াই চন্দ্রচূঁড়। তিনি বলেন, “যাঁদের নিম্ন আদালতে জামিন পাওয়রা কথা তাঁরা পাচ্ছেন না, ফলে স্বাভাবিক নিয়মেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। যাঁদের হাইকোর্টে জামিন পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন না, ফলে তাঁরা দ্বারস্থ হচ্ছেন সুপ্রিম কোর্টের।”

নিম্ন আদালতে জামিন দেওয়ার ক্ষেত্রে ঠিক কোন জায়গায় সমস্যা হয় তাও স্পষ্ট করে দেন সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। এক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া রায়কে সন্দেহের চোখে দেখার কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “দুর্ভাগ্যক্রমে, আজকের দিনের সমস্যাটা হল, নিম্ন আদালতের দেওয়া যে কোনও জামিনকেই সন্দেহের চোখে দেখা হয়। এর অর্থ নিম্ন আদালতের বিচারকেরা নিরাপদ খেলার পথ বেছে নিচ্ছেন, সেক্ষেত্রে গুরুতর আপরাধেও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জামিন দেওয়া হচ্ছে না।”

নিম্ন আদালতের বিচারকদের এক্ষেত্রে নিজেদের বাস্তব বুদ্ধির উপর নির্ভর করার বার্তা দেন তিনি। সেই সঙ্গে নিজের যে কোনও সিদ্ধান্ত গ্রহণের সময় নিজের জীবিকার ভবিষ্যতের কথা না ভাবার বার্তাও দেন তিনি। বার্কলে সেন্টার অন কমপারেটিভ ইকুয়ালিটি অ্যান্ড অ্যান্টি-ডিসক্রিমিনেশন-এর একাদশ বার্ষিক সম্মেলনে এই বার্তা দেন প্রধান বিচারপতি।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version