Saturday, November 8, 2025

বেআইনিভাবে বেসমেন্ট ব্যবহারের অভিযোগ! তিন পড়ুয়ার মৃত্যুর পরই ১৩ কোচিং সেন্টার সিল দিল্লি পুরসভার

Date:

Share post:

টানা বৃষ্টির (Heavy Rain) জেরে জলমগ্ন দিল্লি (Delhi)। দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে (Basement) বৃষ্টির জল ঢুকে তিন আইএএস (IAS) পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি। এমন আবহে বড়সড় পদক্ষেপ পুরসভার। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শহরের অন্তত ১৩টি কোচিং সেন্টার ( Coaching centre) সিল করে দেওয়া হয়েছে বলে খবর। সব ক’টি ক্ষেত্রেই বেসমেন্টকে বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ। আর সেকারণেই দেরি না করে কোচিং সেন্টারগুলিকে সিল করে দরজায় ইতিমধ্যে নোটিশ পুরসভার। তবে রবিবার যে কোচিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করে আগেভাগেই সিল করে দিয়েছে পুলিশ।

ইতিমধ্যে ১৩টি কোচিং সেন্টার সিল করার নির্দেশ দিয়েছেন দিল্লি পুরসভার মেয়র শেলী ওবেরয়। পুরসভার তরফে এক নির্দেশে বলা হয়েছে, এই কোচিং সেন্টারগুলি বেআইনি ভাবে বেসমেন্ট ব্যবহার করছিল। এগুলি সিল করে কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। দিল্লির ওই কোচিং সেন্টারের বেসমেন্ট শুধুমাত্র গাড়ি পার্কিং এবং জিনিসপত্র রাখার গুদামঘর হিসাবে ব্যবহার করার অনুমতি ছিল বলে অভিযোগ। সেখানেই তৈরি করা হয়েছিল লাইব্রেরি। এমনকি, একটি ঘরে ক্লাসও নেওয়া হত। এদিকে কোচিং সেন্টারের মালিক অভিষেক গুপ্ত এবং কো-অর্ডিনেটর দেশপাল সিংহকে গ্রেফতার করে রবিবারই আদালতে হাজির করানো হয়েছিল। তাঁদের আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য লাগাতার বৃষ্টিতে শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরিতে গিয়েছিলেন অন্তত ৩০ জন পড়ুয়া। আচমকা বেসমেন্টে হু হু করে বৃষ্টির জল ঢুকতে শুরু করলে মুহূর্তের মধ্যে জলে ভরে যায় লাইব্রেরি। এরপর পড়ুয়ারা দ্রুত বাইরে বেরিয়ে এলেও অনেকেই সেখানে আটকে পড়েন। তাঁদের দড়ির মাধ্যমে উপরে টেনে তুলতে হয়। কিন্তু তিন জন পড়ুয়া উঠতে পারেননি বলে খবর। পরে তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতেরা হলেন তানিয়া সোনি (২৫), শ্রেয়া যাদব (২৫) এবং নবীন ডেলভিন (২৮)। তবে কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার রাত থেকে রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...