ভাঙল ২৫ বছরের রেকর্ড! লাফিয়ে বাড়ছে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রা, স্কুল বন্ধের নির্দেশ প্রশাসনের

0
1

একেই লাগাতার জঙ্গি হামলায় অশান্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। প্রতিদিনই জঙ্গিদের খতমের পাশাপাশি শহিদ হচ্ছেন বহু জওয়ান। এমন পরিস্থিতিতে এবার আবহাওয়ার (weather) খামখেয়ালিপনায় মাথা খারাপ হওয়ার জোগাড় উপত্যকাবাসীর। তাপপ্রবাহের জেরে রীতিমতো অতিষ্ঠ সেখানকার মানুষজন। বর্তমানে পরিস্থিতি এমনই চরমে পৌঁছেছে যে, ছোটদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল (School) বন্ধ থাকবে।

কাশ্মীর প্রশাসন যে নির্দেশিকা জারি করছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, তীব্র গরমের কারণে সরকারি এবং বেসরকারি স্কুলে ২৯ এবং ৩০ জুলাই কাশ্মীরে ছোটদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে। পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের ৪৮ ঘণ্টা স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। তবে ছোটরা ছুটি পেলেও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না। তাঁদের প্রতিদিনের মতো স্কুলে আসতে হবে।

উল্লেখ্য, রবিবার গরমে ২৫ বছরের নজির ভেঙেছে কাশ্মীর। এদিন জম্মু ও কাশ্মীরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করে গিয়েছিল বলে খবর। যা চলতি মরসুমে সর্বোচ্চ। তবে কাশ্মীরে জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রার নজির রয়েছে ১৯৪৬ সালে। সে বার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপত্যকায়। বৃষ্টি হলে খানিকটা নামতে পারে পারদ।