Friday, December 19, 2025

নতুন দলের সূচনা করে আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা! প্রশান্তের নয়া চালে বিপাকে নীতীশ 

Date:

Share post:

আর ভোটকুশলী হিসেবে নয় এবার সরাসরি রাজনীতিতে (Politics) প্রবেশ করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তাঁর নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। প্রশান্তের নতুন দলের নাম জন সুরজ (Jani Suraj)। এতদিন ধরে প্রস্তুতি পর্ব চললেও এবার প্রত্যক্ষ রাজনীতিতে প্রশান্তের দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া। প্রশান্ত কিশোরের আত্মবিশ্বাসী বার্তা, আমরা শুধুমাত্র ২০-২২টা আসন জিততে আসিনি৷ বিহারের ছবি বদলে দিতে এসেছি৷ শুধু ২ বছর অপেক্ষা করুন৷ আর ভোটকুশলীর আচমকা এমন পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রী পাল্টিবাজ নীতীশ কুমার (Nitish Kumar) যে বড় বিপাকে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সামনেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন৷ বলাবাহুল্য সেই নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন প্রশান্ত৷ তবে এদিন প্রশান্ত স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তাঁদের দল সবদিক থেকে ঢেলে সাজানো হচ্ছে। বিহারের আটটি ভিন্ন স্তরে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়ে তাঁদের দফায় দফায় বৈঠক চলছে৷ সেই সমস্ত বৈঠক থেকেই উঠে আসা প্রস্তাবনা একত্র করে দলের নেতৃত্ব, সংবিধান এবং লক্ষ্য স্থির করা হবে৷

রবিবার জন সুরজের রাজ্যস্তরের একটি বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোর মনে করিয়ে দেন, আগে যেমন বলা হয়েছিল, জন সুরজ আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে তার যাত্রা শুরু করবে এবং পরের বছরের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি দলকে নেতৃত্বে দেবেন না বরং বিহারের বিভিন্ন জেলা থেকে নেতৃত্ব বেছে নেওয়া হবে৷


spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...