Thursday, November 6, 2025

নতুন দলের সূচনা করে আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা! প্রশান্তের নয়া চালে বিপাকে নীতীশ 

Date:

আর ভোটকুশলী হিসেবে নয় এবার সরাসরি রাজনীতিতে (Politics) প্রবেশ করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তাঁর নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। প্রশান্তের নতুন দলের নাম জন সুরজ (Jani Suraj)। এতদিন ধরে প্রস্তুতি পর্ব চললেও এবার প্রত্যক্ষ রাজনীতিতে প্রশান্তের দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া। প্রশান্ত কিশোরের আত্মবিশ্বাসী বার্তা, আমরা শুধুমাত্র ২০-২২টা আসন জিততে আসিনি৷ বিহারের ছবি বদলে দিতে এসেছি৷ শুধু ২ বছর অপেক্ষা করুন৷ আর ভোটকুশলীর আচমকা এমন পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রী পাল্টিবাজ নীতীশ কুমার (Nitish Kumar) যে বড় বিপাকে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সামনেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন৷ বলাবাহুল্য সেই নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন প্রশান্ত৷ তবে এদিন প্রশান্ত স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তাঁদের দল সবদিক থেকে ঢেলে সাজানো হচ্ছে। বিহারের আটটি ভিন্ন স্তরে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়ে তাঁদের দফায় দফায় বৈঠক চলছে৷ সেই সমস্ত বৈঠক থেকেই উঠে আসা প্রস্তাবনা একত্র করে দলের নেতৃত্ব, সংবিধান এবং লক্ষ্য স্থির করা হবে৷

রবিবার জন সুরজের রাজ্যস্তরের একটি বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোর মনে করিয়ে দেন, আগে যেমন বলা হয়েছিল, জন সুরজ আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে তার যাত্রা শুরু করবে এবং পরের বছরের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি দলকে নেতৃত্বে দেবেন না বরং বিহারের বিভিন্ন জেলা থেকে নেতৃত্ব বেছে নেওয়া হবে৷


Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version