Wednesday, December 24, 2025

এক বগি নিয়ে ছুটল ইঞ্জিন! মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা বিহারে

Date:

Share post:

একটি মাত্র বগি নিয়ে ছুটে গেল ইঞ্জিন। বাকি গোটা ট্রেন পড়ে রইল ট্র্যাকে। বিহারের সমস্তিপুরের কাছে চালকের তৎপরতায় বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। রেলের দাবি, কাপলিং আচমকা ভেঙে যাওয়ার দুর্ঘটনা ঘটে। তবে চালক বুঝতে না পারলে পড়ে থাকা গোটা ট্রেনটি আরও বড় দুর্ঘটনার মুখে পড়তে পারত।

সোমবার সকালে বিহারের দ্বারভাঙা থেকে রওনা দেয় বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। সমস্তিপুরের ক্ষুদিরাম বোস পুশা স্টেশন পার করার পরে আচমকাই বিরাট ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। একইভাবে ঝাঁকুনি অনুভব করেন ট্রেনের চালকও। সঙ্গে সঙ্গে বিপদ বুঝে তিনি এমার্জেন্সি ব্রেক কষেন। ইঞ্জিন সহ একটি বগি কয়েকশো মিটার দূরে গিয়ে থেমে যায়। তিনি নিকটবর্তী স্টেশনের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার খবর জানান। রেল দফতর থেকে ওই সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

যে বগিগুলি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার যাত্রীরা আতঙ্কের সঙ্গে ট্রেন থেকে নেমে আসেন। সেই সময় পিছন থেকে কোনও ট্রেন চলে এলে বড়সড় বিপদ ঘটতে পারত। তবে সম্পর্ক ক্রান্তির চালকের তৎপরতায় সেরকম কিছু ঘটেনি সোমবার। ঘটনাস্থলে রেলের কর্মীরা ট্রেনটিকে জোড়ার কাজে আসলে যাত্রীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। তবে রেলের দাবি, কামরা জোড়ার কাপলিং ভেঙে গিয়েছিল। এই ঘটনা রেলের রক্ষণা বেক্ষনের উপর ফের প্রশ্ন তুলে দিয়েছে।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...