Monday, November 24, 2025

টেকনিশিয়ন নন, মুষ্টিমেয় পরিচালকের জন্যই টলিপাড়ায় শুটিং বন্ধ: অভিযোগ ফেডারেশনের

Date:

Share post:

টেকনিশিয়ন নন, মুষ্টিমেয় পরিচালকের জন্যই টলিপাড়ায় শুটিং বন্ধ। সোমবার, জানালেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এদিন, কলাকুশলীদের মত জানতে সই সংগ্রহ করা হয়। “কর্মবিরতি ডেকে পরিচালকরা প্রথাভঙ্গ করেছেন, এরপর যদি পালটা আমরা এহেন কোনও পদক্ষেপ নিই, তাহলে দোষারোপ করবেন না”, সোমবার বিকেল ৪টের সাংবাদিক বৈঠকে সাফ জানালেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞার জেরে স্তব্ধ টলিপাড়া। এই পরিস্থিতিতে এদিন বেলা গড়াতেই প্রসেনজিতের বাড়ি ‘উৎসব’-এ একে একে জড়ো হন পরিচালক (Director)। টলিপাড়ায় এই পরিস্থিতির জন্য নিয়মের বেড়াজালকেই দায়ী করেন তাঁরা। এই বিষয়ে সমাধানের জন্য ফেডারেশনের কোর্টেই বল ঠেলেন পরিচালকরা। এর পর বিকে চারটেয় বৈঠকের পরে ফেডারেশনের তরফে জানানো হয়, “কলাকুশলীরা কাজ বন্ধ রাখেনি। রবিবার গোটা রাত এবং সোমবার বেলা পর্যন্ত কোথাও কোথাও শুটিং হয়েছে। যে টেকনিশানরা করেছেন, তাঁরাও আজকের ফেডারেশনের বৈঠকে রয়েছেন।”

সভাপতি স্বরূপের কথায়, “শনিবার রাতেই যখন একের পর এক মেইল ঢুকতে থাকে এক্সট্রা শিফটের জন্য, তখনই এমন বড় কিছু ঘটার আভাস পাই। তবে সেক্ষেত্রেও বাঁধা দিইনি। অনেক সময়ই অরিরিক্ত শিফটে কাজ করেন কলাকুশলীরা। আজকের শুটিং একেবারে বন্ধ অনভিপ্রেত।”

ফেডারেশনের তরফে বলা হয়, “আমরা দিন আনি দিন খাই। একদিন শুটিং (Shooting) বন্ধ থাকলে আমাদের সমূহ ক্ষতি। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আলোচনার পথ খোলা রাখতে বলেছিলেন, সেখানে মুষ্টিমেয় কজন পরিচালক কাজ বন্ধের নোটিশ দিয়ে শুটিং বন্ধ করে দিলেন। যার জেরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।“ অভিযোগ, যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের জন্য এই অচলাবস্থা, সেই পরিচালকের ছবি ‘লহু’ ইম্পাতে রেজিস্টার্ড করানো ছিল না। নিয়মবিরুদ্ধ কাজে কলাকুশলীরা সায় দেন না। যেহেতু, ইম্পার সঙ্গে ফেডারেশনের একটা মউ চুক্তি রয়েছে। সেটা উভয়পক্ষকেই মেনে চলতে হয়।

ফেডারেশনের তরফে স্বরূপ প্রশ্ন তোলেন, ৫ মে যখন রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর্স গিল্ডের সম্মতি নিয়েই বরখাস্ত করা হল, তখন কেন আপত্তি তোলা হল না? এটাকে দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। “পরিচালকদের এত অহংকার কীসের?” প্রশ্ন তোলেন কলাকুশলীরা।

ফেডারেশন যুগ্ম সম্পাদক সুজিত কুমার হাজরা বলেন, “গত কাল থেকে আজ ভোর পর্যন্ত যে সমস্ত সেকেন্ড ইউনিট শুটিং করেছে, আমরা তো অনুমতি দিয়েছি। আর বলা হচ্ছে আমরা নাকি শুটিং বন্ধ করেছি!” সাংবাদিকদের কাছে ফেডারেশনের তরফ থেকে অভিযোগ করা হয়, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’-এর শুটিং-এ গভীর রাতের ‘কল টাইম’ দেওয়া হত।

ফেডারেশন মনে করছে, ইচ্ছাকৃত সোমবার ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন পরিচালকেরা। ফেডারেশন সভাপতির মতে, “পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র! তবে আমরা আলাপ আলোচনায় বসতে রাজি।” একই সঙ্গে তিনি বলেন, “সিনেমা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আজ সিরিয়ালের শুটিং বন্ধ করে যে বিপুল পরিমাণ ক্ষতি হল, সেটা প্রযোজকেরা জানান।”

এ দিকে রাত ৮টায় পরিচালকেরা ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন। যদিও ফেডারেশনের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তাদের কাছে কোনও তথ্য এসে পৌঁছয়নি।






spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...