Saturday, November 8, 2025

স্নাতক স্তরে ভর্তি কম কেন? প্রধান শিক্ষকদের জানানোর নির্দেশ শিক্ষা দফতরের

Date:

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টালে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। তাতে দেখা গিয়েছে পড়ুয়াদের ভর্তির হার অত্যন্ত কম। এরপরেই স্কুল শিক্ষা দফতরের তরফে প্রধান শিক্ষদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে তাঁদের স্কুলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের প্রত্যেককে ফোন করে খোঁজ নিতে হবে তাঁরা কলেজে ভর্তি হয়েছে কিনা। যদি কেউ ভর্তি না হয়ে থাকে তাহলে তাঁকে কলেজে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। কেন তাঁরা কলেজে ভর্তি হতে অনুৎসাহিত সেই কারণও অনুসন্ধান করতে হবে।

এই প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতীম বৈদ্য জানান, তাঁদের স্কুল থেকে এবার ২৫৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সকলকেই ফোন করে খোঁজ নেওয়া হয়েছে। এদের অনেকেই ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বসেছে। আবার অনেকে প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করছে। বাকিরা সবাই কলেজে ভর্তি হয়েছে। স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সত্যবতী নাডকার জানান, এবার ৮৭ জন উচ্চ মাধ্যমিক দিয়েছিল এর মধ্যে ৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এই ৭৫ জনের মধ্যে বাকিরা কলেজে ভর্তি হলেও খোঁজ নিয়ে দেখা গিয়েছে ১৯ জন কোনও ভাবে কলেজে ভর্তি হয়নি। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ তাঁদের বাড়ি গিয়ে কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে এদের বেশিরভাগেরই আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করতে চাইছেন না, কেউ বা স্থানীয় স্তরে কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আবার কেউ কেউ নার্সিং বা প্যারা মেডিক্যাল পড়ার জন্য ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছেন। কারোর আবার হয়তো বিয়ে হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ অগাস্ট থেকে। আবেদনের জন্য কোনও টাকা লাগবে না, উচ্চ মাধ্যমিকের পাশ করা ছাত্র-ছাত্রীদের মোবাইলে মেসেজ করেও জানানো যেতে পারে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version