Sunday, August 24, 2025

মোদির সফরের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত ভারতীয় যুবক! দেহ ফেরৎ চাইল পরিবার

Date:

জুলাই মাসের শুরুতেই জমকালো রাশিয়া সফর করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে ভুল পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে ভারতীয় যুবকদের আটকে রাখা হয়েছে, তাঁদের মুক্ত করে ভারতে ফেরৎ আনবেন। মাত্র ২০ দিনের মধ্যে সেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ফের মৃত্যু হল এক ভারতীয় যুবকের। এখনও পর্যন্ত মোদির সফরের পরে কোনও ভারতীয়কেই ফিরিয়ে দেয়নি রাশিয়া। অথচ এরই মধ্যে আবার ইউক্রেন সফরের পরিকল্পনা করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী।

একদিকে যখন প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী বিশ্বে নিজের ঢেঁড়া পেটাতে ব্যস্ত, তখন দেশের বেকার যুব সম্প্রদায় কাজের সন্ধানে ভুল পথে চালিত হচ্ছে। ঠিক যেভাবে হরিয়ানার কৈথলের বাসিন্দা রবি ভালো উপার্যনের আশায় পাড়ি দিয়েছিলেন রাশিয়া। সেখানেও ছিল সেই এজেন্টের প্রভাব। জানুয়ারিতে আরও বেশ কিছু যুবকের মতো রবিও গিয়েছিল রাশিয়া। তারপর থেকে রবি যে অভিজ্ঞতা পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন তা শুনলেও হাড়হিম হয়ে যাবে।

বন্দুকের নলের সামনে রেখে রবিকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে জানান রবির দাদা অজয়। পরিবারের সঙ্গে শেষবার ১২ মার্চ করা বলেছিলেন রবি। প্রথমে ৬ মার্চ রবিকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। এরপর ফের ১২ মার্চ পাঠানো হয়। আর এই দ্বিতীয়বার যুদ্ধে গিয়ে আর ফিরে আসেননি তিনি। ২৩ জুলাই রাশিয়া থেকে জানানো হয় রবির মৃত্যু সংবাদ।

যে ছেলের বিদেশে গিয়ে কাজ করে পরিবারের হাতে টাকা তুলে দেওয়ার কথা ছিল, তাঁর পরিবার তাঁকে শেষবার চোখের দেখাও দেখতে পেলেন না। এখন পরিবার চাইছে কোনওভাবে যেন তাঁদের ঘরের ছেলের দেহ ফিরে আসে তাঁদের কাছে। কিন্তু সেখানেও সনাক্তকরণ নিয়ে তৈরি হয়েছে সমস্যা। পরিবারের ডিএনএ পাঠানো হয়েছে যুদ্ধে ক্ষতবিক্ষত রবির দেহ সনাক্ত করার জন্য। নরেন্দ্র মোদির ইউক্রেন সফর সম্ভাব্য ২৩ অগস্ট। তার আগে ঘরের ছেলের দেহ ফেরৎ চাইছেন প্রয়াত রবির পরিবার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version