Saturday, November 15, 2025

এত পরিষেবার পরও ফল খারাপ কেন? সিউড়ির পর্যালোচনা বৈঠকে প্রশ্ন পুরমন্ত্রীর

Date:

লোকসভা ভোটে দল সার্বিকভাবে ভাল ফল করেছে। তার পরেও যেখানে যেখানে ফল খারাপ হয়েছে, তার কারণ নিয়ে তৃণমূলের অন্দরমহলে চলেছে কাটাছেঁড়া। বারবার যে প্রশ্নটা উঠে আসছে, তা হল, এত পরিষেবার পরেও কেন মানুষ বিমুখ? তা নিয়েই পর্যালোচনা বৈঠকে বসলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

লোকসভা নির্বাচনে ২৯টি আসনে জয় পেলেও বেশ কিছু পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই হারের পর্যালোচনা বৈঠকে নামলেন খোদ ফিরহাদ। মঙ্গলবার বীরভূম লোকসভার সিউড়ি পুরসভার প্রতিনিধিদের নিয়ে টাউন হলে পর্যালোচনা বৈঠকে করলেন পুরমন্ত্রী। জানা গিয়েছে, ফিরহাদ বলেছেন, মাত্র ৬২০০ ভোটে হার সিউড়ি পুরসভায়। সেখানে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসব মেনে নেওয়া হবে না। একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া, কোনওভাবেই চলবে না। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে।

এদিন কিছুটা হুঁশিয়ারির সুরে পুরমন্ত্রী বলেন, সংগঠনের নীতি-নিয়ম মেনে চলতে হবে। না মানলে দলে থাকা যাবে না। তিনি এটা স্পষ্ট করে দেন, স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরির সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে কাউন্সিলরদের। বিকাশ যা বলবেন, তা শুনে সেই মতো এগোতে হবে, চলতে হবে। কিছুদিনের মধ্যেই সিউড়ি যেতে পারেন ফিরহাদ। ওখানে ৮৩ কোটি টাকার এক জলপ্রকল্প চালু করার কথা রয়েছে। তৃণমূলসূত্রে খবর, এর পরে রামপুরহাট, বোলপুর পুরসভা নিয়েও বৈঠক করবেন উনি।

আরও পড়ুন- ডার্বিতে খেলতে মরিয়া ম্যাকলারেন, আসন্ন মরশুমে নিজের পরিকল্পনা জানালেন বাগানের নতুন কোচ জোসে মোলিনা

 

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version