Tuesday, January 13, 2026

যথেচ্ছ কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আইন, বাধা রাজ্যপাল! দাবি আপের

Date:

Share post:

কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিনি আইএএস পরীক্ষার্থীর। আইনি লড়াইয়ের পাশাপাশি পড়ুয়াদেরও বিক্ষোভ জারি তার জেরে। তারই মধ্যে যথেচ্ছ কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আইন আনতে চলেছে দিল্লির আপ সরকার। বুধবার একদিকে আধিকারিক স্তরের বৈঠক করা হয় এই আইন প্রণয়ন নিয়ে। সেই সময়ই দিল্লির লেফটেনেন্ট গভর্নর নিজের বাসভবনে কোচিং সেন্টার মালিকদের সঙ্গে বৈঠক করছেন বলে দাবি আপের। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে সাতদিনের সময়সীমা বেঁধে দিলেন দিল্লির জলমন্ত্রী অতসী।

রাজস্থানের কোটায় বারবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটলেও কোচিং সেন্টার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে দেখা যায়নি সেখানকার বিজেপি সরকারকে। তবে প্রাকৃতিক দুর্যোগের শিকার রাজধানীতে কোচিং সেন্টারের বেনিয়ম রুখতে আইন আনার সিদ্ধান্ত নেয় আপ সরকার। মন্ত্রী অতসী, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, মন্ত্রী গোপাল রাই আধিকারিকদের সঙ্গে আইন প্রণয়ন নিয়ে বৈঠক করেন। আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে দেখা করেন ইউপিএসসি পরীক্ষার্থী কোচিং সেন্টারের পড়ুয়াদের সঙ্গেও।

দিল্লির দুর্ঘটনার পরে আইএএস পরীক্ষার্থীরা রাস্তাতেই আন্দোলন করে চলেছেন। মেয়র শেলি ওবেরয়ের সঙ্গে সেখানে যান মন্ত্রী অতসী। তিনি আশ্বাস দেন, তদন্তের রিপোর্ট বেরোনোর পরই দোষীদের শাস্তি দেওয়া হবে। নাহলে প্রকৃত দোষীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাবেন। আধিকারিকদের সাতদিন সময় বেঁধে দেন অপরাধীদের ধরার জন্য।

অন্যদিকে আপ সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা নিজের বাড়িতে ডেকে রুদ্ধদ্বার বৈঠক করছেন। বৈঠকের বক্তব্য যাতে বাইরে না প্রকাশিত হতে পারে তার জন্য কোনও মন্ত্রীকে সেই বৈঠকে ডাকা হয়নি। মন্ত্রী গোপাল রাই দল রাজনৈতিক দল নিয়ে একটি কমিটি গঠন করে কোচিং সেন্টার সমস্যার সমাধানে সব রাজ্যের জন্য লাগু করার আবেদন জানান।

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...